CAA: আধার-রেশনকার্ড আছে সবাই নাগরিক, সিএএ ইস্যুতে মমতার নিশানায় মোদী-শাহ

কেন্দ্রকে CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের সবাই ভারতের নাগরিক। না হলে আধার রেশনকার্ড কীভাবে? চাকলার কর্মী সভা থেকে চাঁচাছোলা ভাষায় প্রশ্ন…

কেন্দ্রকে CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের সবাই ভারতের নাগরিক। না হলে আধার রেশনকার্ড কীভাবে? চাকলার কর্মী সভা থেকে চাঁচাছোলা ভাষায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। মন্দির উদ্বোধনেও মতুয়া উন্নয়নে শান।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আপনারা সবাই এদেশের নাগরিক এটা মনে রাখবেন। নাগরিক যদি না হন তাহলে রেশন পাচ্ছেন কীভাবে। নাগরিক যদি না হয় তাহলে স্বাস্থ্যসাথী পাচ্ছেন কীভাবে। নাগরিক যদি না হন তাহলে আপনার প্যান কার্ড হচ্ছে কীভাবে? আপনার আধার কার্ড হচ্ছে কীভাবে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কীভাবে? এগুলো এক একটা ছলনা”।

তৃণমূল নেত্রী মঞ্চে দাঁড়িয়ে আরো বলেন, ” সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল। এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য। সমাজে সমাজে ভাগ করার জন্য। ও বলছে একে দেবো ওকে দেবো না। এভাবে তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্য করো”।

এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শরণার্থীদের বিষয় টেনে নিয়ে বলেন আরো বলেন , ” ৭১ সালে যারা ওপার থেকে এপারে এসেছেন তারা যত কলোনিতে আছেন এবং এর পরেও এসেছেন। মনে রাখবেন আমরা প্রত্যেকটি উদ্বাস্তু কলোনিতে পাট্টা দিয়েছি। এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি তাদের যেন উদ্বাস্ত হয়ে থাকতে না হয়”।

মতুয়া বাড়ির বিষয় টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি। কেউ তো করেনি। বড় বড় কথা ইলেকশনের সময়। একটু মতুয়া ঠাকুরের বাড়িতে ঘুরে এসে বলবে ভোটটা আমাকে দাও। সারা বছর কী করেন”?