লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, শিশুসহ মৃত ৯ জন

পাঞ্জাবের লুধিয়ানায় একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। অসুস্থ ১১ জন। স্থানীয়দের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Ludhiana Factory Gas Leak Kills 9, Including Children

পাঞ্জাবের লুধিয়ানায় একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। অসুস্থ ১১ জন। স্থানীয়দের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্র অনুযায়ী, রবিবার সকালে লুধিয়ানার গিয়াসপুরার শেরপুর চক এলাকার সুয়া রোডের একটি কারখানা থেকে হঠাৎই বিষাক্ত গ্যাস নির্গমন শুরু হয়। বিষাক্ত গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় স্থানীয়দের।   প্রায় ২০ জন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে, ১১ জন ভর্তি হাসপাতালে। মৃতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে।

প্রসঙ্গত, একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে ওই বিষাক্ত গ্যাস লিক শুরু হয় রবিবার সকাল ৭টা ১৫ নাগাদ। ওই গ্যাস কারখানার আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ হতে শুরু করেন। জ্ঞান হারান অনেকে । এদের মধ্যে একাধিক শিশুও ছিল। খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় পুলিশ প্রশাসন। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। NDRF-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

জানা যাচ্ছে, এনডিআরএফ এবং পুলিশ এখনও কারখানার আশপাশে বিস্তীর্ণ এলাকা ঘিরে রেখেছে। আসলে ওই কারখানার আশেপাশের ৩০০ মিটার এলাকা এখনও নিরাপদ নয়। ঠিক কীভাবে এই গ্যাস দুর্ঘটনা ঘটল, সেটা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশি সাহায্যে দ্রুত ওই এলাকা খালি করার কাজ করা হচ্ছে।