Birbhum: হেফাজতে থাকাকালীন মৃত্যুর লালনের! বাড়তি তৎপর সিবিআই

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালন শেখের মৃত্যুর কারণ হিসেবে…

Political tension is increasing over the death of accused Lalon Sheikh

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালন শেখের মৃত্যুর কারণ হিসেবে সরাসরি অভিযোগের আঙুল সিবিআইয়ের দিকে। আজ সকাল থেকেই বিক্ষোভের সামিল হয়েছে বীরভূমের(Birbhum) বগটুই গ্রামের বাসিন্দারা। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই লালন শেখের মৃত্যু নিয়ে বাড়তি তৎপরতা সিবিআইয়ের। এই অবস্থায় কলকাতার উদ্দেশ্যে আসছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভটনগর। সিবিআই কর্তাদের সঙ্গে বৈঠক সারবেন তিনি। 

সিবিআই সূত্রে খবর, অজয় ভটনগরের আসা পূর্ব নির্ধারিত ছিল। তবুও সিবিআইয়ের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে,রামপুরহাট ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে আম জনতা, তখন সিবিআই কর্তার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বিভিন্ন মহলে। সূত্রের মারফত খবর মিলেছে যে, আগামিকাল কলকাতায় সিবিআই অফিসারদের সঙ্গে বৈঠক সারবেন তিনি। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সিবিআই সূত্রে খবর সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভটনগরের সঙ্গে যে বৈঠক হতে চলেছে তাতে কীভাবে ঘটেছে এই ঘটনা? এর সঙ্গে কারা যুক্ত? এতবড় গাফিলতি হল কীভাবে? একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হবে। প্রয়োজনে বগটুই কাণ্ডের তদন্তকারী অফিসারদের সঙ্গেও কথা বলবেন তিনি। একইসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, তার আইনি বিষয় নিয়েও আলোচনা করা হবে। সেক্ষেত্রে যে নিয়মগুলি মেনে চলা হয়, সেগুলি যথাযথভাবে মেনে চলা হয়েছিল কিনা, সেগুলিও উঠে আসতে পারে আলোচনায়।

ইতিমধ্যেই লালন শেখের মৃত্যুর পর থেকে সরব হতে শুরু করেছে তৃণমূল। মঙ্গলবার শিলংয়ের সভা থেকে কার্যত তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন,’মৃত্যুর নিন্দা করছি। মৃতের স্ত্রী এফআইআর করেছে। আমরাও বিষয়টি নিয়ে কথা বলব’। একইসঙ্গে তাঁর প্রশ্ন, সিবিআই যদি এতই স্মার্ট হয় তাহলে তাদের হেফাজতে কেন ধৃতের মৃত্যু হল? সিবিআইকে বিস্তারিত জানাতে হবে, বলেও সুর চড়াও করেছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। পরিকল্পনামাফিক খুন ও খুনের ষড়যন্ত্রে অংশগ্রহণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। তবে যেভাবে গ্রামবাসীরা বিক্ষোভের শামিল হচ্ছেন তাতে রিপোর্ট আসলে আরও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।