Birbhum: কেষ্টর ঘনিষ্ঠ বিপ্লব বিজেপিতেই যোগ দিলেন

বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা বিপ্লব ওঝা (Biplab Ojha) দলত্যাগ করার পর বিজেপিতে (BJP) যোগ দিলেন। সদ্য প্রাক্তন তৃণমূলী এই নেতা অনুব্রত মণ্ডলের…

Birbhum Biplab Ojha left TMC and joined BJP

বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা বিপ্লব ওঝা (Biplab Ojha) দলত্যাগ করার পর বিজেপিতে (BJP) যোগ দিলেন। সদ্য প্রাক্তন তৃণমূলী এই নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata mondal) ঘনিষ্ঠ। মঙ্গলবার নলহাটিতে তিনি শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির মঞ্চে ওঠেন।

বীরভূমে অনুব্রত মণ্ডলের হাত ধরেই রাজনীতি শুরু করেছিলেন বিপ্লব ওঝা৷ এরপর নলহাটি পুরসভার চেয়ারম্যান হন তিনি। গোরু পাচার মামলায় কেষ্টকে নিয়ে ইডির টানাপোড়েন চলছে। দুবরাজপুরের ঘটনায় জামিন পেলেও গোরু পাচার মামলায় জেলে বন্দি থাকবেন কেষ্ট৷ এরই মধ্যে অনুব্রত ঘনিষ্ঠ নেতার দলত্যাগ তৃণমূলের জন্য চিন্তার কারণ।

বিপ্লব ওঝা জানান, তিনি তৃণমূল ছাড়ছেন৷ আমি গত এক বছর ধরে দেখছি তৃণমূলের কোনও কর্মসূচি হলে আমায় ডাকা হয় না। আমায় বাদ রেখেই সমস্ত কর্মসূচি করা হচ্ছে। আমি মানুষের সঙ্গে চলার লোক। আমার মনে হয়েছে যেটা হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না৷ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি।

জেলা তৃণমূল জানাচ্ছে, বিপ্লব ওঝার দলত্যাগ চিঠি পেলেই আগামী দিনে পদক্ষেপ নেবেন। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে বিপ্লব ওঝার মতো নেতার দলবদল বীরভূম জেলা তৃণমূলের জন্য বিড়ম্বনার কারণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিপ্লব ওঝা হতে পারে বিজেপির বাজি।