ISL club থেকে লোনে এই তারকা ফুটবলারকে দলে নিল কলকাতার ক্লাব

চলতি মরশুমের জন্যে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ক্লাব জামশেদপুর এফসি থেকে শেখ সাহিলকে দলে নিলো মহামেডান স্পোর্টিং (Mahamedan SC)। মোহনবাগান অ্যাকাডেমিতে খেলা শুরু করেছিলেন এই…

Sk Sahil is going to join Mohammedan SC

চলতি মরশুমের জন্যে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ক্লাব জামশেদপুর এফসি থেকে শেখ সাহিলকে দলে নিলো মহামেডান স্পোর্টিং (Mahamedan SC)। মোহনবাগান অ্যাকাডেমিতে খেলা শুরু করেছিলেন এই ফুটবলার। সবুজ মেরুনের হয়ে বেশ কিছু বয়স ভিত্তিক টুর্নামেন্টেও খেলেছিলো,এছাড়া অনূর্ধ ১৬ আইলিগে খেলেছিলেন সাহিল সংশ্লিষ্ট ক্লাবের হয়ে।তিনি সকলের নজরে পড়ে যান আইএফএ এবং জি বাংলার দ্বারা আয়োজিত Youth Development League এ খেলাকালীণ। টুর্নামেন্টে তার দল রানার্স আপ হলেও সাহিলের খেলা প্রভাবিত করেছিল বিশিষ্ট ফুটবলারদের।

সংশ্লিষ্ট টুর্নামেন্টে তার খেলা দেখে প্রভাবিত হয়েছিলেন তৎকালীন মোহনবাগান কোচ কিবু ভিকুনা।চার বছরের চুক্তিতে মোহনবাগানের সিনিয়র দলে যোগদান করেছিলেন সাহিল।২০১৯-২০ আইলিগে মোহনবাগান দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন সাহিল।সেই বার আইলিগ চ‍্যাম্পিয়ান হয় সবুজ মেরুন ব্রিগেড।পরবর্তী সময়ে মোহনবাগানের কলকাতা ফুটবল লিগের দলেও সুযোগ পান তিনি।মহামেডানের বিরুদ্ধে ডুরান্ড কাপে অভিষেক করেন সাহিল,সেই ম‍্যাচ ২-০ গোলে জেতে মোহনবাগান।আইলিগে অভিষেক করেন আইজলের বিরুদ্ধে ম‍্যাচে।

বর্তমানে জামশেদপুর এফসিতে খেললেও তেমন গেম টাইম পাচ্ছিলেন না । তাই সাহিলের মহামেডানে আসার সিদ্ধান্ত নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। এদিকে চেরনিশভকে সরিয়ে চলতি আইলিগের মাঝপথে কলকাতা ময়দানের পরিক্ষিত বিদেশি কোচ কিবু ভিকুনার হাতে দায়িত্ব তুলে দিয়েছে মহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা।আর সেই দায়িত্ব পালন করতেই, একপ্রকার চ‍্যালেঞ্জ নিতে শনিবার কলকাতায় হাজির হলেন সাদা কালো ব্রিগেডের এই স্প‍্যানিশ কোচ।

আন্দ্রে চেরনিশভকে ছাড়ার পর মহামেডান স্পোর্টিংয়ের পরবর্তী কোচ হিসেবে একাধিক নাম উঠে আসছিলো।এবং যে নামটা নিয়ে সবচেয়ে বেশী আলোচনা হয়েছিল তিনি হলেন কিবু ভিকুনা।এবার তার হাতে কেমন পারফরম্যান্স দেয় সাদা কালো ব্রিগেড,এখন সেটাই দেখার বিষয়।