Dipendu Biswas: এবারও লিগ চ্যাম্পিয়ন হতে চাই -দীপেন্দু

গতবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান, এবারও লিগ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সাদা-কালো শিবির, সাফ জানিয়ে দিলেন ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)।…

Dipendu Biswas

গতবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান, এবারও লিগ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সাদা-কালো শিবির, সাফ জানিয়ে দিলেন ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা।দলের ফুটবলাররা ফোকাস রয়েছে। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কোন লক্ষ্য নেই আমাদের।’

কলকাতা লিগের জন্য দল কতটা তৈরি এই বিষয়ে প্রশ্ন করা হলে সাদা-কালো ফুটবল সচিব বলেন, ‘সবে প্র্যাকটিস শুরু হয়েছে। এখনও দুজন বিদেশি যোগ দেওয়া বাকি রয়েছে। এই দুজন বিদেশি যোগ দেওয়ার পরেই বুঝতে পারব দলটা কতটা তৈরি।ভারতীয় ফুটবলাররা অবশ্য সকলেই যোগ দিয়েছে অনুশীলনে। দুজন বিদেশি এলেই দলটা তৈরি হয়ে যাবে বলে মনে করছি।’ এবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দল খেলবে। গতবার অবশ্য দুই প্রধান কলকাতা লিগে খেলেনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

Dipendu Biswas

দুই প্রধান খেললেও কোন সমস্যা দেখছেন না দিপেন্দু। তিনি বলেন,‘ মোহনবাগান- ইস্টবেঙ্গল খেলুক কলকাতা লিগে এটাই তো চাইছি। তবেই তো লড়াই হবে। ওরা খেললেও কিছু সমস্যা হবে বলে মনে করছি না। দুই প্রধানের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমাদের রয়েছে। তাই ভয় পাচ্ছি না। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এর বাইরে আর কিছু ভাবতে চাই না। আমরা গতবারের চ্যাম্পিয়ন হবে কোনও চাপও নেই। বরং দলের ফুটবলাররা মোটিভেট রয়েছে।আশাকরছি এবারও ভালো কিছু উপহার দিতে পারব সমর্থকদের।’