বৃষ্টি চলবে বলছে হাওয়া মোরগ

আবহাওয়া (Weather) সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস। শনিবার অবধি চলবে এই দুর্যোগ। হাওয়া অফিস আরও জানিয়েছে,…

আবহাওয়া (Weather) সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস। শনিবার অবধি চলবে এই দুর্যোগ।

হাওয়া অফিস আরও জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার সন্ধে থেকেই বদলে যায় আবহাওয়া। কলকাতা সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়, যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজ্যবাসী।

শুধু তাই নয়, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমবে বলেও জানা যাচ্ছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, মেঘলা থাকবে কলকাতার আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।