Birbhum: অনুব্রতর রাইস মিলে আছে সূত্র, জোর করে ঢুকল সিবিআই

গোরু পাচারকাণ্ডের তদন্তের জন্য বীরভূমের (Birbhum) বোলপুরে  হাজির হয়েছে CBI টিম। যদিও শুক্রবার সিবিআই-এর দল ভোলে ব্যোম রাইস মিলে ঢুকতে বাধা পেয়েছে বলে অভিযোগ। সিবিআই-এর…

গোরু পাচারকাণ্ডের তদন্তের জন্য বীরভূমের (Birbhum) বোলপুরে  হাজির হয়েছে CBI টিম। যদিও শুক্রবার সিবিআই-এর দল ভোলে ব্যোম রাইস মিলে ঢুকতে বাধা পেয়েছে বলে অভিযোগ।

সিবিআই-এর দাবি, এই রাইস মিলটি অনুব্রত মণ্ডলের। অন্যতম অংশীদার অনুব্রত কন্যা সুকন্যার। সিবিআই আরও দাবি করেছে, রাইস মিলের মধ্যে অন্তত ৬টি গ্যারেজ রয়েছে, সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে একাধিক SUV গাড়ি। তবে এই গাড়ির মালিক কে সে বিষয়ে কিছু জানা যায়নি। মুখ খুলতে নারাজ ওই রাইস মিলের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের। 

স্থানীয়দের থেকে সিবিআই-এর আধিকারিকরা জানতে পেরেছেন যে দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই ওই রাইস মিলে উৎপাদনের কাজ বন্ধ রয়েছে। বাইরে দাঁড়িয়ে রয়েছে একের পর এক লরি।

এদিন সকালে সিবিআই বোলপুরের এই রাইস মিলের দরজা খুলতে বলেন। তাদের ঢুকতে বাধা দেয় কয়েকজন। সার্চ ওয়ারেন্ট থাকায় নিরাপত্তা রক্ষীরা অবশেষে দরজা খুলে দেন। এর পর সিবিআই রাইস মিলে ঢোকে।

এদিকে প্রায় ৪০ মিনিট পর রাইস মিলে ঢুকতে পারে সিবিআই টিম। যদিও রাইস মিলের নিরাপত্তারক্ষীদের দাবি, চাবি না থাকায় গেট খুলতে দেরি হয়েছে। সিবিআই সূত্র মারফত জানতে পেরেছে যে গত ২০১১ সালে এই রাইস মিলটি কেনে অনুব্রত মণ্ডলের পরিবার। নামও পরিবর্তন হয়। নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় ভোলে ব্যোম রাইস মিল। এখন সেই রাইস মিলের অংশীদার হিসেবে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের স্ত্রী ও মেয়ের নাম।