Bhatpara : ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি

TMC logo with flowers in the background

ভাটপাড়ায় (Bhatpara) চলল গুলি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে সূত্রের খবর।

পুরভোটের আবহে আবারও উত্তপ্ত উত্তর ২৪ পরগণার ভাটপাড়া। ফের চলল গুলি। এক তৃণমূল নেতাকে ক্লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। যদিও ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন শাসক দলের নেতা। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এখব অবধি এই ঘটনায় গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়েছে ওই নেতাকে। যার জেরে তাঁর মাথা ফেটে গিয়েছে।

   

দিন ছয়েক আগেও উত্তাল হয়েছিল ভাটপাড়া। বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পরেও এলাকায় ফেরেনি শান্তি। ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই। এদিনের ঘটনার আগে সম্প্রতি দফায় দফায় গুলি চলেছিল সেখানে।

গুড্ডু নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন রঞ্জিত বিশ্বাস৷ গুড্ডু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। রঞ্জিতের প্রতিবাদ ভালোভাবে নেয়নি সে৷ ফোন করে ডেকে নিয়ে আসে তার সাগরেদদের। বিশ্বাস বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর করা হয় রঞ্জিতকে৷ দাদাকে রক্ষা করতে এসে আহত হন দিদি শঙ্করী পাল। বাড়ির মহিলাদের ওপরেও তারা হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। গুলি করার চেষ্টা চালানো হয়েছিল শঙ্করী পালের ছেলেকে৷ পরে তদন্ত শুরু করে পুলিশ৷ এই ঘটনার আগে থেকেই ভাটপাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য শুরু হয়েছিল। চলেছিল কয়েক রাউন্ড গুলি। ভাঙা হয়েছিল বাইক। হামলা তিনটি বাড়িতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন