UP Election 2022 : মুলায়মের ঘরেই হামলা বিজেপির, যোগ দিচ্ছেন বৌমা

যাদব পরিবারে পাল্টা হামলা (UP Election 2022) করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গেরুয়া শিবিরে আজ যোগ দিতে চলেছেন মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav)…

UP Election 2022

যাদব পরিবারে পাল্টা হামলা (UP Election 2022) করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গেরুয়া শিবিরে আজ যোগ দিতে চলেছেন মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) ছোটো বৌমা অপর্ণা যাদব (Aparna Yadav)। বুধবার রাজনৈতিক মহলের চোখ থাকবে উত্তর প্রদেশের দিকে।

কিছু দিন আগে পদ্ম শিবিরে স্ট্রাইক করে শোরগোল ফেলে দিয়েছিলেন সপা (Samajbadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ভোটের আগে ভাজপা সরকারের দুই হেভিওয়েট মন্ত্রী এবং একাধিক বিধায়ককে দলে তুলে নিয়েছিলেন তিনি। যার উত্তর যাদবদের ঘর ভেঙে দিতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অ্যান্ড কোম্পানি।

যাদব পরিবারে এর আগেও এমন ঘটনা ঘটেছে বহুবার। মুলায়ম সিং- এর হাত ছেড়ে অনেকেই যোগ দিয়েছেন বিজেপিতে। ভারতের সবথেকে বড় রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত মুলায়মের সংসার। সেই বাড়ির মেয়েদের মধ্যে সবার প্রথম রাজনীতিতে নেমেছিলেন সন্ধ্যা যাদব। ভারতীয় জনতা পার্টিতে ঢুকেছেন মুলায়ম সিং যাদবের ভাই অভয়রাম যাদনের মেয়ে, ধর্মেন্দ্র যাদনের বোন সন্ধ্যা গিয়েছেন বিজেপিতে। যদিও রাজনীতির হাতেখড়ি সমাজবাদী পার্টিতে। পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি বদলেছিলেন দু’জনে। সন্ধ্যার স্বামী অনুজেশও হাতে তুলে নিয়েছিলেন পদ্ম।

একটা সময় ছিল যখন উত্তর প্রদেশের রাজনীতিতে রমরমা ছিল মুলায়ামদের৷ শিবপাল যাদব ছিলেন বিধানসভায় এবং প্রদেশের অধ্যক্ষের পদে। পরিবারের অন্যান্যদের মধ্যে কেউ ব্লকের দায়িত্বে, কেউ জেলা পঞ্চায়েত, প্রধান ইত্যাদি পদে৷ শোনা যায়, ২০১২ সালে পরিবারের অনেকেই আশা করেছিলেন মুলায়ম নিজে মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু তিনি দায়িত্ব দিয়েছিলেন অখিলেশকে। এরপর তলেতলে জমতে থাকে ক্ষোভ। অখিলেশের সঙ্গে শিবপালের বিভাজন চলে আসে প্রকাশ্যে।