Tripura Election 2023: চাকরি নিয়ে ‘নীরব’ মোদী চাইলেন বিপুল ভোটে বিজেপির জয়

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) প্রচারে এসে গতবারের প্রতিশ্রুতি ঘরে ঘরে চাকরি হবে পাশ কাটিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।

Prime Minister Narendra Modi addressing the nation.

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) প্রচারে এসে গতবারের প্রতিশ্রুতি ঘরে ঘরে চাকরি হবে পাশ কাটিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার আগরতলার আস্তাবল ময়দানের (স্বামী বিবেকানন্দ ময়দান) জনসভা থেকে চাকরি বিষয়ে নীরব থেকে বিজেপিকে ফের বিপুল ভোটে সরকারে আনার আহ্বান জানালেন মোদী।

মোদী দাবি করেন, ডবল ইঞ্জিনের সরকার যেভাবে এ রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছে তাতে বিপুল ভোটে বিজেপি সরকার গড়তে চলেছে ত্রিপুরায়। তিনি বলেন, বামপন্থীদের ও কংগ্রেসকে কোনও সুযোগ দেবেন না। বিজেপিকে জয়ী করুন। বিজেপির আমলেই ত্রিপুরায় উন্নয়নের জোয়ার বইছে।

আগরতলার জনসভায় ভিড় রাজ্য বিজেপি নেতাদের হাসি চওড়া করেছে। তেমনই বিভিন্ন বিধানসভায় সাংগঠনিক নেতাদের পরপর দলত্যাগ চিন্তার কারণ শাসক দলের কাছে। ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙন বাড়ছে। দলত্যাগীরা বাম ও কংগ্রেস শিবিরে যোগ দিচ্ছেন।

ভোটের আগে পরপর মোদীর সভা করিয়ে প্রদেশ বিজেপি প্রচারে ঝড় তুলেছে। সোমবার জনসভা থেকে মোদী বলেছেন, এ রাজ্যে যদি বামপন্থী সরকার থাকত তাহলে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধা রাজ্যবাসীকে দিতে পারতাম না। কারণ, তারা কোনও কথাই শুনত না। এখন আবাস যোজনার টাকা গরিব মানুষ সরাসরি পান, এটি বিজেপির কেন্দ্র ও রাজ্যে সরকার থাকার জন্যই সম্ভব হয়েছে।

তিনি বলেন, বিজেপি সরকার এ রাজ্যে আসার পর রেশন ব্যবস্থায় গরিবরা উপকৃত হচ্ছেন। বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে ধরে বলেন, বিজেপি সরকার থাকলে এই সুবিধাগুলি মিলবে।