ATK Mohun Bagan : মোহনবাগান ম্যাচ স্থগিত হওয়ার জোরাল সম্ভাবনা

 আগামীকাল অর্থাৎ বৃ্হস্পতিবার ইন্ডিয়ান সুপার লীগ (ISL) ম্যাচ রয়েছে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম কেরালা ব্লাস্টার্স এফসি’র মধ্যে। অসমর্থিত সূত্রে খবর, ISL’র এই ৬৬…

 আগামীকাল অর্থাৎ বৃ্হস্পতিবার ইন্ডিয়ান সুপার লীগ (ISL) ম্যাচ রয়েছে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম কেরালা ব্লাস্টার্স এফসি’র মধ্যে। অসমর্থিত সূত্রে খবর, ISL’র এই ৬৬ নম্বর ম্যাচটি স্থগিত হওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে। কারণ কেরালা ব্লাস্টার্স এফসি শিবিরে এক বিদেশী ফুটবলার কোভিড-১৯ পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হয়েছে।

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়ে ATK মোহনবাগান (ATK Mohun Bagan ) দল গত মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিল। প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি শনিবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে ATK মোহনবাগান ম্যাচ স্থগিত হয়ে যায়।ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসতেই তড়িঘড়ি আইএসএলের (ISL) ৫৩ তম ওই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর, ১৫ জানুয়ারি ATK মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচও স্থগিত করা হয়।ইন্ডিয়ান সুপার লিগ(ISL) কর্তৃপক্ষ টুইট পোস্ট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণায় জানিয়েছিল “৬১ নম্বর ম্যাচটিHeroISL 2021-22-@atkmohunbaganfc এবং @bengalurufc-এর মধ্যে খেলা স্থগিত করা হয়েছে”।

অসমর্থিত সূত্রে খবর,গোয়ায় গত তিন দিনের কোভিড-১৯ সংক্রমণের পজিটিভ (ইতিবাচকতা) কেসের হার হল 45.7%, 45.8% এবং 41.25%৷ পরীক্ষিত প্রতি দ্বিতীয় ব্যক্তি ইতিবাচক, এবং এগুলি কেবলমাত্র RT-PCR পরীক্ষা। বেশিরভাগই র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করছেন এবং নিজেদের বাড়িতেই নিভৃতবাসে বিচ্ছিন্ন করছেন। অসমর্থিত সূত্রের দাবি, এমনকি গোয়াতে, জৈব-সুরক্ষা বলয় বায়ো বাবোলের ভিতরে থাকাও নিরাপদ নয়।

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টের সংগঠক যৌথভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। ইতিমধ্যেই FSDL’র CEO মার্টিন বেইন ISL টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দলকে ইমেল করে কোভিড-১৯ সংক্রমণের জেরে ম্যাচ স্থগিতকরণের ইস্যুতে।

ওই ইমেলে FSDL’র CEO উল্লেখ করেন,”যদি ১৫ জন খেলোয়াড় একটি ম্যাচের জন্য উপলব্ধ না হয়, তাহলে লিগ চেষ্টা করবে এবং পরবর্তী তারিখে ম্যাচের সময়সূচী করার।” শুধুমাত্র কোনও ম্যাচ পুনঃনির্ধারণ সম্ভব না হলে, ওই ম্যাচ ৩-০ স্কোরলাইন ঘোষিত করা হবে”।

এমন পরিস্থিতিতে চলতি ISL ৪ ম্যাচ স্থগিত হওয়ার পরেও মঙ্গলবার গোয়ার মারগাও’র পিজেএন স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি’কে ২-০ গোলে হারিয়ে ওডিশা এফসি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে। আর ATK মোহনবাগান ৯ ম্যাচ খেলে লিগ টেবিলে এখন ছ’নম্বরে, ৪ ম্যাচে জয়,তিন ম্যাচ ড্র এবং ২ ম্যাচে হারের মুখ দেখে ১৫ পয়েন্ট হাতে রয়েছে।লিগ টেবিলে টপে কেরালা ব্লাস্টার্স এফসি,দুই’তে জামশেদপুর এফসি,তিনে হায়দরাবাদ এফসি, চারে মুম্বই সিটি এফসি।