RFDL: ডেভেলপমেন্ট লিগে এবার জয় ছিনিয়ে নিল মহামেডান

এই মরশুমের শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan Sporting Club)। কলকাতা লিগ থেকে শুরু করে বর্তমানে দেশের দ্বিতীয় ডিভিশন টুর্নামেন্ট তথা…

এই মরশুমের শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan Sporting Club)। কলকাতা লিগ থেকে শুরু করে বর্তমানে দেশের দ্বিতীয় ডিভিশন টুর্নামেন্ট তথা আইলিগে ও এখনো অব্দি ব্যাপক পারফরম্যান্স রয়েছে ডেভিডদের। বর্তমানে যা পরিস্থিতি তাতে অন্যান্য দলগুলির থেকে প্রায় ৮ পয়েন্টের পার্থক্য রয়েছে ময়দানের এই তৃতীয় প্রধানের। সব ঠিকঠাক থাকলে এবার আই লিগ জয় করতে চলেছে ব্ল্যাক প্যান্থার্সরা। এবার বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অনবদ্য পারফরম্যান্স করছে মহামেডানের ছোটরা। রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে (RFDL) আজ ৩ পয়েন্ট ছিনিয়ে নিল এই ফুটবল দল। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালীঘাট মিলনী সংঘের মুখোমুখি হয়েছিল মহামেডান। এই ম্যাচ নিয়ে শুরু থেকেই যথেষ্ট ইতিবাচক ছিল দলের ফুটবলাররা। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল সাদা-কালো শিবির। দলের হয়ে জয়সূচক গোলটি করেন লালন গাইহসকা।

এই জয়ের ফলে পরবর্তী ম্যাচগুলিতে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ থাকবে ফুটবলারদের। উল্লেখ্য, গত ফুটবল মরশুমে কোচ দেবরাজ চ্যাটার্জির তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট লিগে নেমেছিল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে ছন্দ হারাতে হয়েছিল তাদের। 

তবে এবার সমস্ত ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নিজেদের মেলে ধরাই এখন অন্যতম লক্ষ্য থাকবে তাদের কাছে। সেই সঙ্গে ইন্টারজোনাল রাউন্ডে দুই প্রধানকে টেক্কা দেওয়ার ও পরিকল্পনা থাকবে ফুটবলারদের।