Bharat Bandh: দ্বিতীয় দিনের বনধের মিশ্র প্রভাব রাজ্যজুড়ে

দুই দিনব্যাপী বনধ আজ দ্বিতীয় দিনে প্রবেশ করল। ১২ দফা দাবি নিয়ে আজ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের…

দুই দিনব্যাপী বনধ আজ দ্বিতীয় দিনে প্রবেশ করল। ১২ দফা দাবি নিয়ে আজ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার বনধের মিশ্র প্রভাব পড়ল রাজ্যজুড়ে।

মঙ্গলবার সকাল থেকেই রাস্তায় নেমেছে সিপিআইএমের কর্মী-সমর্থকেরা। ব্যাংকের সামনে শুধু পতাকা লাগানো রয়েছে। কিছু এটিএম খোলা রয়েছে। রাস্তায় সরাসরি বাস চলাচল করলেও বেসরকারি বাস খুব বেশি দেখা যাচ্ছে না। পরিস্তিতি আয়ত্তে রাখতে জায়গায় জায়গায় পুলিশি মোতায়েন রয়েছ। তবে স্বাভাবিক রয়েছে ১১৬ বি এবং ৪১ নম্বর নং জাতীয় সড়ক। সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল ও পথসভা করছে বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অন্যদিকে আজ সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে শিয়ালদহ থেকে মিছিল করে এসইউসিআই। মিছিল শিয়ালদা স্টেশন চত্বর ঘুরে কোলে মার্কেট, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বউবাজার মোড় হয়ে কলেজ স্ট্রিট যাওয়ার কথা। এদিন বাঘা যতীন মোড়ের কাছে রাস্তায় বসে প্রতিবাদ জানা ধর্মঘটিরা। পুলিসের সঙ্গে বচসা হয়। রাজ্যের বহু এলাকায় শুনশান রাস্তাঘাট। যানবাহন তেমন না থাকায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। বন্ধ রয়েছে পোস্টঅফিস ও ব্যাঙ্ক।

উলুবেরিয়া রেল উড়ালপুলের উপর বনধ সমর্থনকারিরা পথ অবরোধ করেন। বাসের চাকার হাওয়া বের করে দেওয়া ও বাস ভাঙচুর করা অভিযোগ উঠেছে। বাস ভাঙচুর করে বনধ সমর্থনকারীরা। কোচবিহারের দিনহাটায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ। বিটি রোডের চিড়িয়ামোড় ও ভিআইপি মোড় অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। যাদবপুর বনধ সমর্থক ও অটো চালকদের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিস এসে পরিস্থিতি আয়ত্তে। অবরোধ করা হয় যাদবপুর স্টেশনেও।