Bankura: মারের ভয়ে পালালেন বিজেপি সাসংদ সৌমিত্র, প্রাক্তন স্ত্রী সুজাতা তৃণমূল প্রার্থী

Bankura: এলেই মার দেব এমন হুঙ্কার শুনে গাড়ি ঘুরিয়ে পালালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। পঞ্চায়েত ভোটে প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সৌমিত্র যখন তৃ়ণমূলী বাধার অভিযোগ করছেন তখন তাঁর প্রাক্তন স্ত্রী জেলা পরিষদে টিএমসির প্রার্থী হলেন।

Sujata Khan Soumitra Khan

Bankura: এলেই মার দেব এমন হুঙ্কার শুনে গাড়ি ঘুরিয়ে পালালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। পঞ্চায়েত ভোটে প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সৌমিত্র যখন তৃ়ণমূলী বাধার অভিযোগ করছেন তখন তাঁর প্রাক্তন স্ত্রী জেলা পরিষদে টিএমসির প্রার্থী হলেন।

সুজাতা মণ্ডলকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার ৪৪ নম্বর জেলা পরিষদ আসন থেকে টিকিট দিয়ে দাঁড় করিয়ে দিল। সুজাতা মণ্ডলকে প্রার্থী করে বিজেপিকেই বার্তা দিল তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মামলার জেরে জেলায় ঢোকার অনুমতি ছিল না সৌমিত্র খাঁয়ের। তখন স্বামীকে জেতাতে প্রচারে নেমেছিলেন সুজাতাই। পরে বিচ্ছেদ হয়।

সুজাতা মণ্ডল প্রার্থী হতেই বিজেপি বেশ চাপে পড়েছে। জয়পুর ব্লকে তিনটি জেলা পরিষদ আসন আছে। তার মধ্যে একটিতে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। অভিষেক যখন সৌমিত্রকে তোপ দেগে বলেছিলেন, ‘ঘরের লক্ষ্মীকে সামলে রাখতে পারে না, তাঁর আবার বড় বড় কথা।’ এবার পঞ্চায়েত নির্বাচনে সেই তুরুপের তাসকে সামনে আনল তৃণমূল কংগ্রেস।