East Bengal: লাল-হলুদে সই করেই চাঞ্চল্যকর মন্তব্য ‘রংবাজ’ নিশু কুমারের

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে যুক্ত হয়েছেন নিশু কুমার (Nishu Kumar)। আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এই তারকা ফুটবলা কে লোনে ছেড়েছে কেরালা ব্লাস্টার্স। যা দেখে খুশি সমর্থকরা। 

Nishu Kumar

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে যুক্ত হয়েছেন নিশু কুমার (Nishu Kumar)। আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এই তারকা ফুটবলা কে লোনে ছেড়েছে কেরালা ব্লাস্টার্স। যা দেখে খুশি আপামর সমর্থকরা।  গত মরশুমে নাওরেম মহেশ সিং ও ক্লেটন সিলভা দলের হয়ে দাপট দেখালেও দুর্বল ডিফেন্সের মাশুল দিতে হয়েছে ইস্টবেঙ্গলকে। বহু গুরুত্বপূর্ণ ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থেকে ও পরাজিত হতে হয়েছে তাদের। যার অন্যতম কারন ছিল নড়বড়ে ডিফেন্স। নিশু আশায় দলের রক্ষনভাগ যে শক্তিশালী হচ্ছে তা পরিষ্কার।

ঘন্টাকয়েক আগেই নিজেদের ফেসবুক পেজ থেকে নিশুকে নিয়ে বিশেষ পোস্ট করা হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে। যেখানে ‘রংবাজ’ পোস্টারের ডিজাইনে ধরা দেন এই তরুণ ডিফেন্ডার। এই প্রসঙ্গে সাংবাদিক বিবৃতিতে ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেন, নিশুর প্রতিভা ও দক্ষতা আমাদের স্কোয়াডকে বাড়তি শক্তি দেবে।

তাছাড়া কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে খেলে আইএসএল ট্রফি ও একবার জিতেছে। তাই আমরা আশা করছি আসন্ন ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গলের জার্সিতে ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এদিন দলের তরফ থেকে সরকারি ঘোষণার পর মুখ খোলেন এই তারকা ফুটবলার।

তিনি বলেন, ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হতে পারা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই ক্লাবের প্রচুর সমর্থক রয়েছে। যা সর্বদাই দলের ফুটবলারদের নিজেদের সেরাটা দিতে পারার প্রচেষ্টা বজায় রাখে। পাশাপাশি দলের কোচ কার্লোস কুয়াদ্রাতের প্রসঙ্গে নিশু বলেন, কোচের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। বেঙ্গালুরু এফসিতে থাকাকালীন তার সহায়তায় নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছি। আশা করি আগত ফুটবল মরশুমে ও দলের হয়ে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিতে পারব। পাশাপাশি দলের সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে পারব।