Hooghly: ছোট ভাইজানের মুচকি হাসি, ফুরফুরার দরবারি বৈঠকে আইএসএফ-বাম জোট গঠন

২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস ও আইএসএফের সংযুক্ত মোর্চা সফল হয়নি। তবে মোর্চার তরফে ভাঙড় দখল করেছে আইএসএফ। এই জোটের সাথে ভাঙড়ে পঞ্চায়েত ভোটে…

Naushad Siddique

২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস ও আইএসএফের সংযুক্ত মোর্চা সফল হয়নি। তবে মোর্চার তরফে ভাঙড় দখল করেছে আইএসএফ। এই জোটের সাথে ভাঙড়ে পঞ্চায়েত ভোটে তৃণমূলের মারমারি চরমে। এর মাঝে (hooghly) হুগলির ফুরফুরা শরিফে সিপিআইএম ও আইএসএফের জোট হয়ে গেল।

জানা যাচ্ছে, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করবে। সূত্রের খবর ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকির দরবারে একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বাম নেতৃত্ব। প্রায় ঘণ্টা দেড়েক চলে বৈঠক।

সিপিআইএম ও আইএসএফ সূত্রে খবর, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের ২৯টি আসনের মধ্যে সিপিআইএম ১৫ টি এবং আইএসএফ ১৪ টি আসনে লড়াই করবে বলে সিন্ধান্ত নেওয়া হয়েছে।

ভাঙড়ের বিধায়ক তথা ফুরফুরার পীরজাদা নওশাদ সিদ্দিকি বলেছেন ‘এবার ভাঙড় মডেল হবে।’ তারপরেই হলো জোটের সিদ্ধান্ত। এবার ফুরফুরায় বাম ও আইএসএফ-র এই জোট।

উল্লেখ্য, ২০১৮ পঞ্চায়েত ভোটের সময় ফুরাফুরা সবকটি আসন একচ্ছত্রভাবে দখল করে তৃণমূল কংগ্রেস। তবে কি শাসক দলকে হঠাতেই জোটবদ্ধ আইএসএফ ও সিপিআইএম।