AMC Election: মমতার ছবি নিয়ে ভোটের লাইনে, আসানসোল সরগরম

বহিরাগত ইস্যুতে রাত থেকে উত্তেজনা পশ্চিম বর্ধমানেরর আসানসোল পুরনিগম (AMC Election) ভোট। শনিহার সকাল থেকে বেড়েছে উত্তেজনা। বিদায়ী মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সরাসরি…

বহিরাগত ইস্যুতে রাত থেকে উত্তেজনা পশ্চিম বর্ধমানেরর আসানসোল পুরনিগম (AMC Election) ভোট। শনিহার সকাল থেকে বেড়েছে উত্তেজনা। বিদায়ী মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সরাসরি টিএমসির বিরুদ্ধে ভুয়ো ভোটার আনার অভিযোগ করছেন। তিনি বিধানসভা ভোটের আগে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দেন।

এদিকে আসানসোলের ভোটে বেলা গড়াতেই বাড়ছে বি়ক্ষিপ্ত অশাম্তি। বিভিন্ন বুথে টিএমসি নেত্রীর ছবি দেওয়া স্টিকার দেওয়া হচ্ছে। এ নিয়ে তোলপাড় পরিস্থিতি।

আসানসোলে মূল লড়াই টিএমসি ও বিজেপির মধ্যে। বামফ্রন্ট আছে ভোটব্যাংক ধরে রাখতে। সকাল থেকে বিদায়ী মেয়র জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে দফায় দফায় পুলিশের বচসা চলছে। তাঁর অভিযোগ, বহিরাগত আসছে। পুলিশ তাঁকে আটকে দেয়।

প্রবল ভোট লুঠের আশঙ্কা তৈরি হয়েছে আসানসোলে। তৃণমূল কংগ্রেস ভোটে অশান্তি করতে বহিরাগতদের নিয়ে এসেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। একই অভিযোগ বামপক্ষেরও। তাদের ভোট ব্যাঙ্ক রানিগঞ্জে। সেখানকার ভোটে অশান্তির সম্ভাবনা।

শুক্রবার সন্ধ্যায় আসানসোলে ঘাঘড়বুড়ি মন্দির সংলগ্ন একটি কমিউনিটি হলে কয়েকজনকে আটকে রেখে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন  বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অজয় পোদ্দার, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জীরা।খবর পেয়ে পুলিশ আসে। বিজেপি নেতৃত্ব পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত তারা বেরিয়ে এসে গাড়িতে চড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রথমে বহিরাগতরা বিয়েবাড়ি এসেছে বলে দাবি করে। পরে চাপে পড়ে তারা জানায়, মন্দিরে এসেছে। বিদায়ী মেয়র জিতেন্দ্র তিওয়ারি তাদের বলেন, ‘‘বিকাল ৫ টার পরে বহিরাগতরা থাকতে পারবে না নির্বাচন কমিশনের নিয়মে। তাহলে আপনারা তার আগে এলাকা ছাড়েননি কেন?’’