Hijab Row: ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ কর্ণাটকের কলেজগুলি

থামছে না হিজাব বিতর্ক। বিতর্কের জেরে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা কলেজগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। সরকারের তরফে কলেজগুলিকে অনলাইন ক্লাস…

থামছে না হিজাব বিতর্ক। বিতর্কের জেরে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা কলেজগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। সরকারের তরফে কলেজগুলিকে অনলাইন ক্লাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজগুলির ক্ষেত্রে এখনও কোনও স্পষ্ট নির্দেশনা জারি হয়নি।

এদিকে ১৪ ফেব্রুয়ারি রাজ্যের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল ফের খুলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই পরিস্থিতি পর্যালোচনা করতে ভিডিও কনফারেন্স করেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), পাবলিক ইনস্ট্রাকশনের ডেপুটি ডিরেক্টর (ডিডিপিআই) এবং সমস্ত জেলার জেলা পঞ্চায়েতের সিইও। যে কোনও মূল্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং বাইরে থেকে কোনও উসকানি যাতে না হয় তা নিশ্চিত করার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র। তিনি বলেন যে এই বিষয় নিয়ে যেন প্রশাসনিক কর্তারা ফিল্ডে থাকেন এবং প্রয়োজনে তাদের নির্ধারিত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

কর্ণাটকের সরকারি কলেজে হিজাব পরা ছাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই রাজ্যের উদুপির ছয় পড়ুয়াকে বাধা দেওয়া হয়েছে বলে উঠেছিল অভিযোগ। এরপরেই শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভের রেশ ধরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে ছাত্র ও ছাত্রীদের অনেকে ঢোকেন। আরও বিতর্ক তৈরি হয় যখন কর্নাটকের কুন্ডাপুর প্রি ইউনিভার্সিটির পড়ুয়াদের অধ্যক্ষ জানিয়ে দেন, হিজাব পড়ে ছাত্রীরা কলেজে আসতে পারবে না। অধ্যক্ষের এই সিদ্ধান্তে মুসলিম ছাত্রীরা তীব্র ক্ষোভ জানায়। ছাত্রীরা জানায়, হিজাব পরে কলেজে আসতেই তারা অভ্যস্ত। এই পোশাক ছাড়া কলেজে আসা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু অধ্যক্ষ ছাত্রীদের এই দাবিতে কান দেননি।