Atique Ahmed shot dead: পুলিশ হেফাজতে চেকআপে যাওয়ার পথে গুলিতে মৃত মাফিয়া আতিক-আশরাফ

উমেশ পাল হত্যা মামলার অভিযুক্ত মাফিয়া আতিক আহমেদ (Notorious gangster-turned-politician Atique Ahmed) ও তার ভাই আশরাফকে শনিবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে।

Atique Ahmed, notorious gangster-turned-politician

উমেশ পাল হত্যা মামলার অভিযুক্ত মাফিয়া আতিক আহমেদ (Notorious gangster-turned-politician Atique Ahmed) ও তার ভাই আশরাফকে শনিবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে। দুজনকেই চিকিৎসার জন্য আনা হয়েছে। দুজনকেই প্রয়াগরাজ মেডিকেল কলেজের কাছে খুন করা হয়। দুজনের হাতেই ছিল হাতকড়া। পুলিশ হেফাজতে আতিক ও আশরাফকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। আতিক আহমেদের মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ আশরাফও। এর পর দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন হামলাকারী পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীরা ১০ রাউন্ড গুলি করেছে। এরপর আতিক ও আশরাফ আহমেদ মারা যান। এই গুলিতে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। পুলিশ হামলাকারীদের থানায় নিয়ে গেছে।

Atiq Ahmed shot dead in Prayagraj

নিহত আতিক ও আশরাফের লাশের কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে। বলা হচ্ছে, হামলাকারী তিনজনই আতিকের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে এসেছিল। কাছে আসতেই তারা আতিক ও আশরাফকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ তিন হামলাকারীর নাম দিয়েছে লাভলেশ তিওয়ারি, সানি এবং অরুণ মৌর্য।

উল্লেখ্য, উমেশ পাল হত্যা মামলায় পুলিশ আতিক আহমেদ ও আশরাফকে কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করছিল। বৃহস্পতিবারই মাফিয়া আতিকের ছেলে আসাদ ও তার দোসর গোলাম মোহাম্মদকে গুলি করে হত্যা করা হয়। একইসঙ্গে এখন আতিক ও আশরাফকেও শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খুন করেছে।