Weather: রাতের দিকে নামবে তাপমাত্রা, বিদায়ের আগে শেষ ইনিংস শীতের

ক্যালেন্ডার বলছে মাঘ মাস শেষ হতে চলল। এরপরই বইবে ফাল্গুনের দখিন হাওয়া। প্রকৃতিও সেই আভাসই দিচ্ছে। মাঘের শেষে হালকা কামড় বসিয়ে বিদায় নিতে চলেছে শীত।…

weather in Kolkata

ক্যালেন্ডার বলছে মাঘ মাস শেষ হতে চলল। এরপরই বইবে ফাল্গুনের দখিন হাওয়া। প্রকৃতিও সেই আভাসই দিচ্ছে। মাঘের শেষে হালকা কামড় বসিয়ে বিদায় নিতে চলেছে শীত।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার প্রধানত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশে কমতে পারে রাতের তাপমাত্রা। তবে তাপমাত্রার পারদ খুব বেশি নামবে না। ৩ থেকে ৫ ডিগ্রি মতো কমতে পারে তাপমাত্রা। তার বেশি পারদ নামার ইঙ্গিত দিচ্ছে না হাওয়া অফিস।

তবে এই আমেজ থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত।বুধবার থেকে ফের বাড়তে থাকবে রাতের তাপমাত্রা। ফলে শীতের আমেজটা চটেপুটে উপভোগ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র কয়েকটা দিনই রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে শীত এখনই কমার সম্ভাবনা নেই। কিন্তু এর স্থায়িত্ব আর বেশিদিন নয়।

উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়ার এখনই কোনও পরিবর্তন হচ্ছে না। বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ৫ জেলায়। বাকি জেলার আবহাওয়া মূলত শুষ্ক। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির রেশ কেটে গেলে তাপমাত্রা ফের একলাফে অনেকটাই নামবে।