Locket Chatterjee: শিয়রে নির্বাচন, লোকাল ট্রেনে চেপে ভোটের প্রচার করলেন লকেট

ভোট বড়ই বালাই, তা বারবার প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে দেশে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাতে মাত্র ৮ দিন, তারপরেই দেশে প্রথম দফার লোকসভার ভোট অনুষ্ঠিত…

ভোট বড়ই বালাই, তা বারবার প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে দেশে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাতে মাত্র ৮ দিন, তারপরেই দেশে প্রথম দফার লোকসভার ভোট অনুষ্ঠিত হবে। এদিকে এই লোকসভা ভোটের আগে নতুন করে শিরোনামে উঠে এলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি (Locket Chatterjee)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।

আজ বৃহস্পতিবার লকেট চ্যাটার্জিকে একটি লোকাল ট্রেনে উঠতে দেখা গেল। সেইসঙ্গে ট্রেনে সওয়ার হওয়া সাধারণ যাত্রীদের সঙ্গে কথা অবধি বললেন প্রার্থী। এদিকে এহেন রাজনৈতিক নেত্রীকে সামনে পেয়ে আপ্লুত হয়ে যান অনেকেই। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নিজেরই লোকসভা কেন্দ্রের একটি লোকাল ট্রেনে উঠে ভোটের প্রচার করলেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। তবে দলের সঙ্গে কিছুটা মনোমালিন্যের জেরে দল ছেড়ে যান লকেট। এরপর ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। ২০১৬ সালে তিনি ময়ূরেশ্বর আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূলের অভিজিৎ রায়ের কাছে হেরে যান। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটে লকেটের ওপর আস্থা রেখে হুগলি থেকে প্রার্থী করে। এবার মুখ রক্ষা হয় লকেট তথা গেরুয়া শিবিরের। জিতে যান তিনি।

এদিকে ২০২৪ সালের লোকসভা ভোটেও লকেটকে একই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। তবে এবারের লড়াইটা একটু জোরদার হবে বলে মনে হচ্ছে।। কারণ এই আসনেই তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে রুপোলী পর্দার আরও এক বড় মুখ রচনা ব্যানার্জিকে।