Bengaluru FC: বাগানের বিরুদ্ধে ‘ওস্তাদের মার’ দিতে চাইছে বেঙ্গালুরু এফসি

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) ম্যাচ। কান্তিরাভা স্টেডিয়ামে ছয় ম্যাচে সুনীল ছেত্রীরা অপরাজিত। মোহনবাগানের বিরুদ্ধে ম্যচেও নিজেদের এই রেকর্ড বজায়…

Bengaluru FC vs Mohun Bagan

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) ম্যাচ। কান্তিরাভা স্টেডিয়ামে ছয় ম্যাচে সুনীল ছেত্রীরা অপরাজিত। মোহনবাগানের বিরুদ্ধে ম্যচেও নিজেদের এই রেকর্ড বজায় রাখতে চাইছে বেঙ্গালুরু এফসি।

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ থেকেও পুরো তিন পয়েন্ট আশা করছেন বেঙ্গালুরু এফসির কোচ জেরার্ড জারাগোজা। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “আমরা জিততে চাই। প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরেও আমাদের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ।”

জেরার্ড জারাগোজা আরও বলেছেন, “সমর্থকদের সামনে এই মরসুমে আমরা ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ হেরেছি। আমাদের হোম রেকর্ড বেশ ভালো। আমি বেঙ্গালুর এফসির দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের চারটি ক্লিন শিট রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে আমাদের লক্ষ্য তাই পুরো তিন পয়েন্ট।”

কোচের মতো বেঙ্গালুরু এফসির ফুটবলারও বাগানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস বজায় রাখতে চাইছেন। রায়ান উইলিয়ামস সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আমাদের কাছে একমাত্র লক্ষ্য জয় লাভ করা। সমর্থকদের জন্য আমরা সবটা দিতে চাই এই ম্যাচে। আশা করি পরের মরসুমে ক্লাবের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবো। আগামী মরসুমের জন্য আমরা সত্যিই মুখিয়ে রয়েছি।”

বেঙ্গালুর এফসি ইতিমধ্যে চলতি ইন্ডিয়ান সুপার লিগ থেকে ছিটকে গিয়েছেন। তাদের হারানোর কিছু নেই। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কাছে এই ম্যাচ মাস্ট উইন। লিগ শিল্ড জয়ের দৌড়ে থাকতে হলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগানকে।