Murshidabad: পুনর্নির্বাচনের দিন ফের খুন তৃণমূল কর্মী

শনিবার পঞ্চায়েত ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর। মুর্শিদাবাদে মৃত্যু হয়েছিল ৫ জনের। আজ ফের পঞ্চায়েত ভোটের পুর্ননির্বাচনের দিন খুন হল তৃণমূল কর্মী

WB panchayat polls

শনিবার পঞ্চায়েত ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর। মুর্শিদাবাদে মৃত্যু হয়েছিল ৫ জনের। আজ ফের পঞ্চায়েত ভোটের পুর্ননির্বাচনের দিন খুন হল তৃণমূল কর্মী সিজারুল শেখ। তৃণমূলের অভিযোগের তির কংগ্রেসের বিরুদ্ধে।

পঞ্চায়েত ভোটের পুননির্বাচনের সকালেই খুন হয় রানিনগরের তৃণমূল কর্মী সেজারুল শেখ। তৃণমূল কর্মীর এই খুনের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। তৃণমূলের অভিযোগ কংগ্রেস কর্মীরাই ষড়যন্ত্র করে সেজারুলকে খুন করেছে। পঞ্চায়েত ভোটের ক্ষোভের জেরেই এই খুন।

গত ৮ জুলাই অর্থাৎ শনিবার ছিল পঞ্চায়েত ভোটের নির্বাচন তবে গোটা রাজ্য জুড়ে ভোট পর্বকালীন হিংসা, খুন, ভোট চুরির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। বহু জায়গায় ভোট দিতে পারেনি অধিকাংশ মানুষ। আবার কোথাও ভোট দিলেও চুরি হয়েছে ব্যালট বক্স। চলেছে দেদার ছাপ্পা।

গোটা রাজ্যের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রানিনগর। খুন হয়েছে একের পর এক মানুষ। এ যেন ভোট নয় শুধুই রক্তবন্যা। এর পরেই নির্বাচন কমিশনারের নির্দেশে আজ অর্থাৎ ১০ জুলাই ফের পঞ্চায়েত ভোটের পুননির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।

এই পুননির্বাচন চলছে মুর্শিদাবাদের রানিনগরেও। তবে ফের নির্বাচন শুরু হতে না হতেই খুন এক তৃণমূল কর্মী। তবে কি এখনো নিরাপদ নয় সাধারণ মানুষ এমনই প্রশ্ন উঠছে গোটা বাংলা জুড়ে।