Municipal election: কলকাতার পর চার পুরনিগমের যুদ্ধ, শিলিগুড়ি নিয়ে চিন্তায় মমতা

কলকাতা পুরসভার পর অপেক্ষা ছিল রাজ্যের বাকি পুরসভার নির্বাচনের (Municipal election)। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার বিধাননগর, আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি পুরসভায় অনুষ্ঠিত হবে প্রথম দফার…

bengal Municupal election

কলকাতা পুরসভার পর অপেক্ষা ছিল রাজ্যের বাকি পুরসভার নির্বাচনের (Municipal election)। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার বিধাননগর, আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি পুরসভায় অনুষ্ঠিত হবে প্রথম দফার পুরভোট।

শিলিগুড়ি (দার্জিলিং)
শিলিগুড়ি পুরনিগম ২০১১ সালের পর বাম দখলে। রাজ্যে তৃণমূল রাজত্ব কর্তৃক টানা তিনবার শাসক দল ভরসা পাচ্ছে না। ২০১১ সালে ক্ষমতা হারায় সিপিএম। তৃণমূল রাজত্ব করলেও পরবর্তী সময়ে কংগ্রেসকে পাশে নিয়ে নতুন ভাবে উঠে দাঁড়ায় এই দল। বিজেপিকে এই পুরভোটে গুরুত্ব দিচ্ছে না ওয়াকিবহাল মহল। যদিও বিধানসভা ভোটে শিলিগুড়ি গেছে বিজেপি দখলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি দখলের স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই বড় প্রশ্ন। আগামী ১৪ ফেব্রুয়ারি চার পুরসভার ভোট গণনা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিধাননগর (উত্তর ২৪ পরগনা)
বিধাননগর পুরনিগম আগে থেকেই তৃণমূলের দখলে রয়েছে। স্বাভাবিকভাবেই এবারেও‌ দখল বজায় রাখতে মরিয়া শাসক দল। বিজেপির তরফে ইস্তেহার প্রকাশ না হওয়ায় এই পুরসভায় তৃণমূল বনাম সিপিএমের লড়াই বেশি প্রাধান্য পাচ্ছে। বিধাননগরের ৪১ টি ওয়ার্ডের ভোট ঘিরে চরম অশান্তির আশঙ্কা রয়েছে। নিরাপত্তার খাতিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি নেতা বিধাননগরে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছিলেন। যদিও কমিশন রাজ্য পুলিশেই আস্থা রেখেছে।

আসানসোল (পশ্চিম বর্ধমান)
আসানসোল পুরনিগমে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি। পশ্চিম বর্ধমানের এই পুরসভার ১০৬ টি ওয়ার্ডে ভোট চলবে শনিবার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় ভাঙনের মুখে পড়তে পারে বিজেপি। আশা বেঁধেছে তৃণমূল। এককথায়, সিপিএমের প্রভাব এখানে খুব একটা নেই। যদিও পুরভোটে নজর কাড়তে এবারের প্রচারে মীনাক্ষী মুখার্জিকে প্রধান মুখ করেছিল বামেরা। ভোটপর্ব শুরু হওয়ার আগেই নিরাপত্তার চাদরে মুড়ে গেছে আসানসোল।

চন্দননগর (হুগলি)
চন্দননগর পুরনিগমে ভোট গ্রহণ ঘিরে রাজনৈতিক উত্তাপ প্রবল। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস দলের প্রার্থীরা মূল লড়াইয়ে।
পুরনিগমের ৩২ টি ওয়ার্ড। ভোটেও অশান্তির আশঙ্কা। সুপ্রাচীন শহরে মূল লড়াই টিএমসি ও বিজেপি ও বামফ্রন্টের। কলকাতার মতো ফল হবার সম্ভাবনা তৈরি। জেলায় বিজোপির অবস্থান নড়বড়ে হয়েছে।