শেখ ইসরাফিলের মৃত্যু, ‘ফেরার আসামী শুভেন্দুর গ্রেপ্তার চাই’ বললেন কুণাল ঘোষ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারির দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) টুইটে তীব্র আলোড়ন। কারণ, এই টুইটে কুণাল ঘোষ সরাসরি…

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারির দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) টুইটে তীব্র আলোড়ন। কারণ, এই টুইটে কুণাল ঘোষ সরাসরি বিরোধী দলনেতাকে ‘ফেরার আসামী’ বলে উল্লেখ করেছেন। গোটা ঘটনার কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শেখ ইসরাফিলের মৃত্যু। তৃ়ণমূল কংগ্রেস (TMC) রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, কনভয়ের ধাক্কায় জখম যুবককে উদ্ধার করার মানসিকতা দেখায়নি শুভেন্দু অধিকারী।

জেলার ময়নাতে বিজেপি নেতাকে খুনের অভিযোগ ও তদন্তের মাঝে ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীকে খুনি মমতা বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তপ্ত ময়না। এদিকে শুভেন্দুর কনভয় ধাক্কায় যুবকের মৃত্যুর জেরে চণ্ডীপুরও উত্তপ্ত। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে শুভেন্দু অধিকারীকে অভিযুক্ত করা হয়েছে।

শুভেন্দুর গ্রেফতার চেয়ে সরব তৃ়ণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। চণ্ডীপুরে যুবক মৃত্যুর ঘটনায় বাড়ছে উত্তাপ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এক সাইকেল আরোহীকে পিষে মারার অভিযোগে উত্তাল পরিস্থিতি। অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত থেকেই দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা।

ট্যুইট করে কুণাল জানিয়েছেন, “শুভেন্দুর দ্রুতগতির কনভয় এই যুবককে হত্যা করে পালিয়েছে। দাঁড়িয়ে উদ্ধারকাজের মানবিকতাও দেখায়নি। ওর কনভয়ের বেপরোয়া গতি নিয়ে আগেও এলাকায় বিক্ষোভ হয়েছে। উদ্ধত শুভেন্দু গুরুত্ব দেয়নি। আসানসোলেও একটি অঘটন ঘটিয়ে পালিয়েছিল। ফেরার আসামী শুভেন্দুর গ্রেপ্তার চাই”।

বৃহস্পতিবার এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলা। ভৈরবপুরের বাসিন্দা বছর তেত্রিশের শেখ ইসরাফিলের মৃত্যুর পরেই জাতীয় সড়কের ওপর অবরোধে নামে আম জনতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি ওই যুবককে ধাক্কা দেয়। অভিযোগ, ধাক্কা মারার পর গাড়িটা আর দাঁড়ায়নি। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত ঘোষণা করা হয়। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিরোধী দলনেতা।