দু’দিন ধরে নিখোঁজ, পাট ক্ষেত থেকে উদ্ধার তৃণমূল নেতার মৃতদেহ

  দু’দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছু দূরে পাট ক্ষেতে উদ্ধার তৃণমূল নেতার দেহ। দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে…

 

দু’দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছু দূরে পাট ক্ষেতে উদ্ধার তৃণমূল নেতার দেহ। দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত তৃণমূল নেতার নাম আদেশ বর্মন। আনুমানিক বয়স ৫৫ বছর। তৃণমূলের বুথ সমিতির সহ-সভাপতি ছিলেন তিনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে মনে করা হয়েছে, খুন করা হয়েছে ওই প্রৌঢ়কে। নেপথ্যে রাজনীতি নাকি অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট নয়। গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা আদেশ বর্মন। তারপর আর ফেরেননি। ৪৮ ঘন্টা ধরে হন্যে হয়ে খোঁজ শুরু করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শনিবার তপন থানায় নিখোঁজ ডায়েরি করে আদেশ বর্মনের পরিবার। পরিবারের তরফে অভিযোগ পেতেই তৎপর হয় পুলিশ।
গতকাল রাত দেড়টা নাগাদ তপনের কাঁদমা এলাকায় পাট ক্ষেত থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় আদেশের দেহ। পুলিশ সূত্রে খব, ওই প্রৌঢ়ের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান ধারালো অস্ত দিয়ে কোপানো হয়েছে আদেশকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। এমনটাই বক্তব্য পুলিশের।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও দলের নেতা কর্মীরা। তবে এর পিছনে কোনও রাজনৈতিক কারোন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।