Presidential Election: মমতার আহ্বানে অরাজি গান্ধী,রাষ্ট্রপতি পদে বিরোধীদের কে?

রাষ্ট্রপতি পদে (Presidential Election) তৃণমূল কংগ্রেস নেত্রী যাদের নাম এনে ছিলেন সবাই মুখ ফিরিয়ে নিল। শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহর পর গোপালকৃষ্ণ গান্ধী সরলেন রাষ্ট্রপতি নির্বাচন…

রাষ্ট্রপতি পদে (Presidential Election) তৃণমূল কংগ্রেস নেত্রী যাদের নাম এনে ছিলেন সবাই মুখ ফিরিয়ে নিল। শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহর পর গোপালকৃষ্ণ গান্ধী সরলেন রাষ্ট্রপতি নির্বাচন থেকে। ফলে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধী দলের বৈঠক চূড়ান্ত ব্যর্থ।

দিল্লিতে মমতার ডাকা বৈঠকে প্রথমে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হলেও ফিরিয়ে দিয়েছিলেন এনসিপি প্রধান। এরপর বিকল্প হিসাবে ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম ঘোষণা করা হয়েছিল। তারপর ২১ তারিখ দ্বিতীয় দফার বৈঠকে চুড়ান্ত নাম ঘোষণা করার কথা ছিল শরদ পাওয়ারের। কিন্তু তার আগেই প্রস্তাব ফিরিয়ে দিলেন বাকি দুই জন।

গোপালকৃষ্ণ গান্ধী তিনি জানিয়েছেন, বিরোধী পক্ষের একাধিক নেতারা আমাকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী করার কথা ভাবছেন, আমি তাঁদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিন্তু আমার মনে হয়, বিরোধী রাজনীতির উর্ধ্বে উঠে এমন কাউকে এই পদের জন্য নির্বাচিত করা হোক, যাকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হবে। আমার মনে হয় আমার চেয়ে আরও ভালো কেউ রয়েছে। আমি বিরোধী দলের নেতাদের এধরনের এক ব্যক্তিত্বকে বাছাই করার জন্য অনুরোধ জানিয়েছি।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দড়ি টানাটানি শুরু হতেই সোমবার ফের শরদ পাওয়ারের বাসভবনে উপস্থিত হন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনিই প্রথম বৈঠক ডাকার রীতি পদ্ধতি নিয়ে মমতার সমালোচনা করেন। যদিও অ-বিজেপি জোটের খাতিরো সিপিআইএম প্রতিনিধি পাঠায়।

সূত্রের খবর, সোমবার প্রাক্তন রাজ্যপালের সিদ্ধান্তে অনেকটাই দূর হয়েছে। পরিবর্তে কে হবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী তা নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।