আবারও রোপওয়ে বিভ্রাটের জেরে শিশু সহ আটকে একাধিক পর্যটক

আবারও একবার হিমাচল প্রদেশে রোপওয়ে বিভ্রাটের জেরে শিশু সহ আটকে পড়েন একাধিক পর্যটক। সোমবার হিমাচল প্রদেশের সোলান জেলার পারওয়ানুতে সোমবার টিম্বার ট্রেইল রোপওয়েতে (কেবল কার)…

আবারও একবার হিমাচল প্রদেশে রোপওয়ে বিভ্রাটের জেরে শিশু সহ আটকে পড়েন একাধিক পর্যটক। সোমবার হিমাচল প্রদেশের সোলান জেলার পারওয়ানুতে সোমবার টিম্বার ট্রেইল রোপওয়েতে (কেবল কার) আটকে পড়েন ১১ জন।

যদিও প্রশাসন সূত্রে খবর, দড়ির সাহায্যে সব মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে রোপওয়েটি হাওয়ায় আটকে ছিল। সেই সঙ্গে উদ্ধারকার্য চলাকালীন শিমলা-চণ্ডীগড় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় দু’দিকেই দীর্ঘক্ষণ জ্যামের সৃষ্টি হয়।

সোলান জেলা প্রশাসন এবং কাঠের ট্রেইলের প্রযুক্তিগত কর্মীদের সহায়তায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের দলও।

এদিকে আটকে পড়া মানুষের মনোবল বাড়াতে তৎপর ছিল প্রশাসন। উদ্ধারের পর সরিয়ে নেওয়া মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর নিজেই নির্দেশ দিয়েছেন, দ্রুত সব মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন। উদ্ধার তৎপরতার সময় রোপওয়ের কাছে ভিড় জমান বহু মানুষ।

পাহাড়ের উপর কাঠের ট্রেইল রিসোর্টটি পারওয়ানুর কাছে টিম্বার ট্রেইল থেকে প্রায় ৮০০ মিটার দূরে, যা রাজ্যের প্রবেশদ্বার। রোপওয়ের মাধ্যমে লোকজন হোটেলে পৌঁছায়। সোমবার সকাল ১১টা নাগাদ ওই ট্রলিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। তারপর থেকে ট্রলিটি হাওয়ায় ঝুলতে শুরু করে। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, দড়ি দিয়ে নামিয়ে সকলকে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ দড়ি দিয়ে নামতে ভয় পেত। এই কারণে, তাদের উদ্ধার করা চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

নিরাপদে উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনীর সাহায্য চায় জেলা প্রশাসন। একই সঙ্গে প্রযুক্তিগত ত্রুটির কারণে আটকে থাকা ট্রলিটি মেরামত করতেও পৌঁছে যায় টেকনিক্যাল টিম।