Mango Diplomacy : আম কূটনীতি, মমতার জন্য বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠালেন শেখ হাসিনা

আমের মরশুমে শুরু হলো (Mango Diplomacy) আম কূটনীতি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার মতো আম বহুল দেশগুলির বিশেষ আম কূটনৈতিক সৌজন্য হিসেবে পরস্পরের মধ্যে আদান…

আমের মরশুমে শুরু হলো (Mango Diplomacy) আম কূটনীতি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার মতো আম বহুল দেশগুলির বিশেষ আম কূটনৈতিক সৌজন্য হিসেবে পরস্পরের মধ্যে আদান প্রদান করা হয়। বাংলাদেশ সরকার তাদের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠায় ভারতে।

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের কাছে হাঁড়িভাঙা আম পাঠানো হয়েছে। ঢাকায় প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এখবর জানা গেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২০০ কার্টনে এক হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সীমান্তের বাংলাদেশেক বেনাপোল থেকে ভারতের পেট্রাপোল দিয়ে উপহারের আম পাঠানো হয়েছে।

বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (তৃতীয় সচিব) শেখ মারেফাত তরিকুল ইসলাম আম গ্রহণ করেছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সেই হাঁড়িভাঙা আম পৌঁছে দেবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম। এর ফলন বেশি হয়না। তবে যতটুকু ফলন হয় তা আন্তর্জাতিক আম বাজারে বিশেষ সমাদৃত।