জোরকদমে বিশ্বমানের মাঠ বানানোর কাজ চলছে এটিকে মোহনবাগানে

জোরকদমে ক্লাবের মাঠ সংস্কারের কাজ চলছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। বিশ্বমানের মাঠ গড়তে যাবতীয় যা ব‍্যবস্থা নেওয়া করনীয় তেমনটাই করছে সবুজ মেরুন শিবির। বসছে…

Mohun bagan ground

জোরকদমে ক্লাবের মাঠ সংস্কারের কাজ চলছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। বিশ্বমানের মাঠ গড়তে যাবতীয় যা ব‍্যবস্থা নেওয়া করনীয় তেমনটাই করছে সবুজ মেরুন শিবির।

বসছে স‍্যান্ড বেড, যাতে বর্ষা মাটি উঠে নষ্ট না হয় মাঠ। প্রতিদিন’ই কাজ চলছে মাঠের, তবে কবে পুরো কাজ শেষ হবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে মাঠ সংস্কার করা হলেও তা শুধুমাত্র প্রাক্টিস করা ছাড়া খেলা আয়োজনের জন্যে ব‍্যবহৃত হবে কিনা ,সেটা এখনও স্পষ্ট নয়।

এদিকে দল বদলের বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে সবুজ মেরুন শিবির। এবার তারা দলে নিলো আশিস রাই’কে।গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি’র গুরুত্বপূর্ণ সদস্য বছর তেইশে র এই ফুটবলারের হায়দ্রাবাদের আইএসএল চ‍্যাম্পিয়ান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একটা সময় শোনা যাচ্ছিলো আইএসএল চ‍্যাম্পিয়ান এই ডিফেন্ডার’কে পাঁচ বছরের চুক্তিতে সই করিয়েছে এটিকে মোহনবাগান। কিন্তু এতোদিন তা নেহাত জল্পনা ছিলো।কিন্তু রোববার ক্লাবের তরফে সমর্থক’দের চমক দেওয়ার উদ্দেশ্যে তৈরী একটি ভিডিও ট‍্যুইটে প্রায় স্পষ্ট হয়েছে সবুজ মেরুন জার্সি গায়ে’ই আগামী মরশুমে খেলবে আশিস, এবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করাটা খালি সময়ের অপেক্ষা।

২০১৭ সালের জুলাই মাসে পুনে সিটি’র অ্যাকাডেমিতে যোগদান করেন আশিস,ওই বছরের নভেম্বর মাসে তিনি যোগ দেন ইন্ডিয়ান অ্যারোজে।অ্যারোজের হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে নজরে পড়ে যান তিনি সকলের।তার সামনে খুলে যায় আইএসএলের দরজা।২০১৯-২০ মরশুমে হায়দ্রাবাদ এফসি’তে যোগদান করেন এই পাহাড়ি ফুটবলার।এরপর পিছনে ফিরে দেখতে হয়নি তাকে।