এই তারকা ফুটবলারকে হাতছাড়া করল ATK Mohun Bagan

সদ‍্য গতবারের আইএসএল জয়ী দল হায়দ্রাবাদ এফসি‘র অন‍্যতম গুরুত্বপূর্ণ সদস্য আশীষ রাই’কে দলে তুলে নিয়ে চমক দিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এরপর থেকে জোর…

star footballer Akash Mishra

সদ‍্য গতবারের আইএসএল জয়ী দল হায়দ্রাবাদ এফসির অন‍্যতম গুরুত্বপূর্ণ সদস্য আশীষ রাই’কে দলে তুলে নিয়ে চমক দিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এরপর থেকে জোর সম্ভাবনা তৈরী হয়েছিল হায়দ্রাবাদ এফসি’র দলের আশীষের সতীর্থ আকাশ মিশ্র’কে দলে পেতে খানিকটা মরিয়া ছিলো সবুজ মেরুন শিবির।

কিন্তু নিজামের শহরের দলের সাথে এখনও এক বছরের চুক্তি ছিলো আকাশের।তার জন্য ১ কোটি টাকার ট্রান্সফার ফি দিতেও রাজী ছিলো এটিকে।দলের রক্ষণ ভাগকে আরও শক্তিশালী করে তুলতে এই লেফট‍ব‍্যাক’কে পেতে একপ্রকার মরিয়া ছিলো সবুজ মেরুন।এছাড়াও আরও একাধিক আইএসএলের ক্লাব আগ্রহ দেখিয়েছিলো আকাশ‘কে নিয়ে।

কিন্তু গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান’রা তাকে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।শুধুমাত্র তাই নয়,উদীয়মান এই তারকা ফুটবলারের সাথে আরও বছর তিনেকের চুক্তি সেড়ে ফেলেছে হায়দ্রাবাদ এমনটাই শোনা যাচ্ছে।বছর কুড়ির এই লেফট ব‍্যাক ২০২১-২২ মরশুমে হায়দ্রাবাদ এফসি’র হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে।মোট ২৩ টি ম‍্যাচ খেলেছিলেন মিশ্র।আছে ৬২ টি ক্লিয়ারেন্স এবং ৫২টি ইন্টারসেপশন।

প্রতি ম‍্যাচে পাসিংয়ের গড় ৩৬ ।ইন্ডিয়ান অ্যারোজের হয়ে নজরকাড়া ফুটবল খেলে হায়দ্রাবাদ এফসি’তে সুযোগ করে নিয়েছিলেন মিশ্র।এরপর আর ফিরে দেখতে হয়নি তাকে।পরবর্তী সময়ে আদায় করে নিয়েছেন জাতীয় দলে খেলার সুযোগ।এমন প্রতিভাবান একজন ফুটবলারকে হাতছাড়া করে এখন কার্যত হতাশ সবুজ মেরুন শিবির।