ভাইপোদের জন্য সব টাকা শেষ: দিলীপ ঘোষ

বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, ‘ভাইপোদের বাঁচিয়ে রাখতে সব টাকা শেষ।’

বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, ‘ভাইপোদের বাঁচিয়ে রাখতে সব টাকা শেষ।’ রাজ্য কোষাগারের দূরাবস্থার জন্য তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণ ও দুর্নীতিকে দায়ি করেছেন মেদিনীপুরের সাংসদ।

পঞ্চায়েত ভোট সামনে। বিরোধী দল বিজেপির জমি নড়বড়ে হয়ে গেছে গত পুর নির্বাচনে। দলে নেমেছে ধ্বস। ভোটে ভাগ বসিয়ে বামফ্রন্ট কার্যত মূল বিরোধী বলে বিজেপির আভ্যন্তরীণ রিপোর্ট। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে জমি শক্ত করতে মরিয়া বিজেপি। জেলায় জেলায় চলছে জমায়েত।

নারায়ণগড় ব্লকের বেলদা থানার মান্না অঞ্চলে কর্মীসভায় দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র দেয় না দেয় না বলে, কিন্তু যেটুকু চাল, ডাল রাস্তা-ঘাট, গাড়ি-ঘোড়া যা কিছু দিচ্ছে সব কেন্দ্রের টাকা! নিজেদের কোন মুরোদ নেই। যত খারাপ এবং বদমাইশ তারা এখন পঞ্চায়েতের লোক। তাদের কাছে কোন কিছু আশা করা যায় না।

কেন্দ্রীয় সরকার বাংলার উপর বিশেষ নজর দিয়েছেন বলেও জানান দিলীপ ঘোষ। তিনি বলেন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস রেলমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে বাংলাকে। যে রাস্তা ছিল তাতে মোরাম দেওয়ারও ক্ষমতা নেই বাংলার সরকারের। অযোগ্য লোকেরা রয়েছে পঞ্চায়েতে। দলীয় কর্মী সমর্থকদের পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের সাথে যোগাযোগের নির্দেশ দেন দিলীপ ঘোষ।