চাকরি চেয়ে মমতার সরকারের নাকের ডগায় দাঁড়িয়ে নয় মঞ্চ একত্রে প্রতিবাদ

৯টি মঞ্চের ৯ জনের প্রতিনিধি দল বেলা ১টায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী জানিয়ে নবান্ন সংলগ্ন কাজীপাড়ায় প্রতিবাদ দেখাল গ্রূপ ডি চাকরি প্রার্থীরা। এদের ৯টি সংগঠন তাদের অসহায়তার বার্তা নিয়ে এযাবৎ কলকাতার রাজপথে একাধিক আন্দোলন কর্মসূচি ও ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Group D workers

৯টি মঞ্চের ৯ জনের প্রতিনিধি দল বেলা ১টায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী জানিয়ে নবান্ন সংলগ্ন কাজীপাড়ায় প্রতিবাদ দেখাল গ্রূপ ডি চাকরি প্রার্থীরা। এদের ৯টি সংগঠন তাদের অসহায়তার বার্তা নিয়ে এযাবৎ কলকাতার রাজপথে একাধিক আন্দোলন কর্মসূচি ও ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

তাঁরা জানাচ্ছেন ইউক্রেন ফেরত ডাক্তার পড়ুয়া কিংবা করোনাকালে সমাজের উচ্চবিত্ত শিল্পী-সাংস্কৃতিক জগৎ কিংবা ধর্মীয় প্রাণপুরুষ এমন একাধিক ব্যক্তিত্ব বা সাংগঠনিক কর্মকর্তাদের নিয়ে নবান্নের সভাঘরে / নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একসময় তাদের অসহায়তার পাশে দাঁড়িয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করেছিলেন এবং তাদের সুষ্ঠ সমাধানে নতুন দিশা দেখিয়েছিলেন । এমতাবস্থায় আমরাও দেখতে চাই মাননীয়া মুখ্যমন্ত্রী এই অসহায় বঞ্চিত কর্মপ্রার্থীদের পাশে সত্যিই দাঁড়ায় কিনা।

তাঁরা এও বলছেন যে, “আমরা বঞ্চনার প্রতিবাদে, দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন ধারাবাহিকভাবে করে চলছি। যতদিন না এই বঞ্চিত কর্মপ্রার্থীরা তাদের সুনিশ্চিত চাকরি পাচ্ছে তাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন জারি থাকবে। আগামীদিনে আরও একাধিক মঞ্চ এই ঐক্যবদ্ধ সংগঠনে সামিলও হবে।
বঞ্চিত কর্মপ্রার্থীদের পাশে থেকে অসহায়তার বার্তা তুলে ধরার অনুরোধ রাখছি। অসহায় মানুষের পাশে থাকা দরকার। আমরা বিশ্বাস করি এই দুর্নীতির প্রতিচ্ছবি৷

আমাদের পাশে থাকবে। সমাজের প্রতিটি নাগরিকের কাছেও তাদের ভাবমূর্তি ভালো করার চেষ্টা করবে”