হাসপাতালের বেডে বসে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ২ ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: আজ অর্থাৎ বৃহস্পতিবার শেষ হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ আর শেষ পরীক্ষাটি হাসপাতালের বেডে বসে দিল দুই ছাত্রী।  বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়া সুপার…

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: আজ অর্থাৎ বৃহস্পতিবার শেষ হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ আর শেষ পরীক্ষাটি হাসপাতালের বেডে বসে দিল দুই ছাত্রী।  বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ‘অসুস্থ’ ওই দুই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয়।

সূত্রের খবর, মালিয়াড়া রাজনারায়ণ হাই স্কুলের ছাত্রী রিম্পা মণ্ডল বুধবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে এদিন বড়জোড়া হাই স্কুলের ছাত্রী আঁখি দত্ত ঘুটগড়িয়া হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকেও বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আনা হয়। এদিন ওই দুই পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় বলে জানা গিয়েছে।

বড়জোড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বামদেব মুখোপাধ্যায় বলেন, ‘‘গতকাল অর্থাৎ বুধবার আমি বড়জোড়া থানা থেকে একটা মেল পাই৷ সেই মেলে খবর পাই বড়জোড়া হাই স্কুলের ছাত্রী আঁখি দত্ত অসুস্থ হয়ে পড়েছে৷ তাকে ভর্তি করা হয় বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ এরপর আমি বড়জোড়া থানা ও অফিসার ইনচার্জের সঙ্গে ওই ছাত্রীর পরীক্ষার বিষয়ে কথা বলি৷ হাসপাতালে বসেই ওই ছাত্রী পরীক্ষা দেয়৷ পুলিশের ত্বত্তাবধানে প্রশ্ন ও উত্তরপত্র আনা-নেওয়া করা হয়৷’’