BCCI : ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ারের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত সঠিকঃ সৌরভ

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) কেন্দ্রীয় চুক্তি বাতিল করে বিসিসিআই (BCCI Central Contract)…

BCCI

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) কেন্দ্রীয় চুক্তি বাতিল করে বিসিসিআই (BCCI Central Contract) সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড চুক্তি প্রাপ্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। তালিকা থেকে বাদ পড়েছেন ঈশান ও আইয়ার। এ ব্যাপারে নানা মুনির নানা মত। সৌরভ নিজে মতামত জানিয়েছে সোজাসুজি।

গত বছর ভারতের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া সত্ত্বেও আইয়ার ও কিষাণকে বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দিয়েছে বিসিসিআই। কিষাণ শেষবার ২০২৩ সালের নভেম্বরে ভারতের হয়ে খেলেছিলেন। আইয়ার ভাইজাগে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘কিষাণ ও আইয়ারের ব্যাপারে বিসিসিআইয়ের সিদ্ধান্ত সঠিক।’ আইয়ার গ্রেড বি চুক্তির অংশ ছিলেন। কিষাণ গত মরসুমে ছিলেন গ্রেড সি তালিকায়।

সৌরভ জানিয়েছেন, ‘বিসিসিআই চায় ওরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক। শ্রেয়স এবং ঈশান রঞ্জি ট্রফি খেলেনি দেখে আমি অবাক হয়েছি। রঞ্জি প্রিমিয়ার টুর্নামেন্ট। এটা বিসিসিআইয়ের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত সঠিক। খেলোয়াড়দের অবশ্যই প্রথম শ্রেণির ক্রিকেট খেলা দরকার।’

এরপর সৌরভ বলেছেন, ‘ওরা তরুণ। ঈশান কিষাণ আমাকে অবাক করেছেন। সব ফরম্যাটেই ভারতীয় দলের অংশ ছিল, আইপিএলেও তাদের এত বড় চুক্তি রয়েছে। তাই আমি জানি না কেন এমন করল… অবশ্যই খেলা চালিয়ে যেতে হবে, বিশেষত কেউ যদি আপনি ঈশান কিষাণের মতো প্রতিভাবান হন। হ্যাঁ, বিসিসিআই কড়া অবস্থান নিয়েছে, এই সিদ্ধান্তই ঠিক। চুক্তিবদ্ধ হলে নিয়ম মেনে চলতে হবে।’

সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, তিনি যখন খেলতেন তখন রঞ্জি ট্রফি ছিল মূল টুর্নামেন্ট। সৌরভ ১১৩ টি টেস্ট ম্যাচ এবং ৩১১ টি ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। সেই সঙ্গে ২৫৪ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৫,৬৮৭ রান করেছিলেন তিনি।

‘আমাদের সময় রঞ্জি ট্রফি ছিল মূল টুর্নামেন্ট। রঞ্জি ট্রফির ভিত্তিতেই জাতীয় দল নির্বাচন করা হতো। স্পষ্টতই আইপিএল ছিল না। আইপিএল আমার কেরিয়ারের শেষ পর্যায়ে এসেছে।’