CFL: ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে গ্রুপ টপার অপরাজিত ভবানীপুর

CFL গ্রুপ বি-তে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। প্রবল প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে টক্কর হচ্ছে একাধিক দল। এখনও পর্যন্ত গ্রুপ বি ক্রম তালিকার শীর্ষে রয়েছে ভবানীপুর ক্লাব (১৬ পয়েন্ট)।

Bhawanipore fc

কলকাতা ফুটবল লীগের প্রতি মরসুমে থাকে কিছু না কিছু চমক। ময়দানের তিন প্রধানকে ছাপিয়ে আলোচনায় উঠে আসে তথাকথিত পিছিয়ে থাকা দল। এবারের কলকাতা লীগের ফরম্যাট আগের থেকে দীর্ঘ। তাই প্রতিযোগিতা বেশি। খেলানো হচ্ছে না কোনো বিদেশি ফুটবলার। এই পরিস্থিতিতে নিখাদ প্রতিভা এবং পরিকল্পনা ম্যাচ জেতার অন্যতম প্রধান চাবিকাঠি। CFL গ্রুপ বি-তে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। প্রবল প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে টক্কর হচ্ছে একাধিক দল। এখনও পর্যন্ত গ্রুপ বি ক্রম তালিকার শীর্ষে রয়েছে ভবানীপুর ক্লাব (১৬ পয়েন্ট)।

ইস্টবেঙ্গলের থেকে কম ম্যাচ খেলে গ্রুপ টপার ভবানীপুর। ইতিমধ্যে কলকাতা ফুটবল লীগের গ্রুপ পর্যায় অর্ধেক পথ অতিক্রান্ত। এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। পয়েন্ট টেবিলে যোগ প্রচুর যোগ বিয়োগ। তবুও প্রচলিত একটি কথায় যদি বিশ্বাস করা যায়, তাহলে এবারের কলকাতা ফুটবল লীগ জয়ের অন্যতম দাবিদার রঞ্জন চৌধুরীর নেতৃত্বে থাকা ভবানীপুর।

কথায় রয়েছে মর্নিং শোজ দ্যা ডে। অর্থাৎ সকাল বলে দেয় বাকি দিনটা কেমন যাবে। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল ভবানীপুর। এখনও পর্যন্ত একটি ম্যাচ হারেনি দল। আসলে যে অর্থে ‘ ছোটো ক্লাব ‘ শব্দ জোড়া ব্যবহার করা হয়, সেই অর্থে ভবানীপুর মোটেও ছোটো দল নয়। স্কোয়াডে এক ঝাঁক তারকা ফুটবলার। অভিজ্ঞ কিংশুক দেবনাথ, অরিজিৎ বাগুই থেকে শুরু করে রয়েছে শুভ ঘোষের মতো তরুণ তুর্কি, প্রশিক্ষক অভিজ্ঞ রঞ্জন চৌধুরী।

তাই ভবানীপুরের অপরাজেয় এই দৌড় কোনো ফ্লুক নয়। দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল (১৫ পয়েন্ট)। তৃতীয় স্থানে থাকা এরিয়ান রয়েছে মাত্র তিন পয়েন্টের ব্যবধানে (১২ পয়েন্ট)।