Manipur Violence: গুলি চালিয়ে ‘জয় হিন্দ’ চিৎকার! মণিপুরে মেইতেই-কুকি সংঘর্ষে ফের একাধিক নিহত

‘জয় হিন্দ..জয় হিন্দ…’ দেশের জাতীয় পতাকা উড়িয়ে গুলি চালাচ্ছে মেইতেই ও কুকিরা। দুই জনগোষ্ঠির দাবি আমাদের কাছে অস্ত্র আছে। বিজেপি শাসিত মণিপুরে রক্তাক্ত জাতিগত সংঘর্ষের…

‘জয় হিন্দ..জয় হিন্দ…’ দেশের জাতীয় পতাকা উড়িয়ে গুলি চালাচ্ছে মেইতেই ও কুকিরা। দুই জনগোষ্ঠির দাবি আমাদের কাছে অস্ত্র আছে। বিজেপি শাসিত মণিপুরে রক্তাক্ত জাতিগত সংঘর্ষের (Manipur Violence) এমন এক মুহূর্ত ধরা পড়েছে আল জাজিরা সংবাদমাধ্যমে। সেই প্রতিবেদনে রাস্তার এপার ওপারে যুযুধান দুপক্ষের ছাউনি দেখা গেছে। আছে ট্রেঞ্চ, ব্যারিকেড। সেখান থেকে বেরিয়ে আছে শত্রু খতমের জন্য বন্দুকের নল। দুপক্ষই গুলি চালাচ্ছে এন্তার।

আল জাজিরা এই সংবাদ প্রতিবেদন যখন করেছিল তার থেকেও পরিস্থিতি আরও খারাপ বলে একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি। মণিপুরে জাতি সংঘর্ষের এই পর্যায়ে চলছে থানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুঠ। সেই আগ্নেয়াস্ত্র দিয়েই বিজেপি ঘনিষ্ঠ মেইতেই ও তাদের প্রতিপক্ষ কুকি জাতি গুলি চালাচ্ছে।

   

পিটিআই জানাচ্ছে, শুক্রবার রাত থেকে রাজ্যের বিষ্ণপুর জেলায় চলছে হামলা। কুকি-মেইতেই সংঘর্ষে কমপক্ষে তিন জন নিহত। সংঘর্ষ থামাতে সেনা জওয়ানরা গুলি চালাচ্ছে। পুলিশও গুলি চালাচ্ছে। তীব্র সংঘর্ষে একাধিক গুলিবিদ্ধ।

India Today জানাচ্ছে, শুক্রবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় অন্তত তিনজন মারা গেছেন। নিহতরা কোয়াক্তা এলাকার মেইতেই সম্প্রদায়ের বলে জানা গেছে। তাদের প্রতিপক্ষ কুকি সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কুকি সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বিষ্ণুপুর জেলার কোয়াকতা এলাকায় ব্যাপক গুলি চলছে। মণিপুর পুলিশ ও কমান্ডোরা পাল্টা গুলি চালাচ্ছে।

রাজ্যে বিজেপির সরকার মেইতেইদের পিছনে বলে অভিযোগ কংগ্রেসের। আরও অভিযোগ, হিংসা রুখতে প্রথম দিকে তেমন কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। কুকি ও মেইতেই দুই যুযুধান গোষ্ঠির মধ্যে রক্তাক্ত সংঘর্ষের মধ্যে পড়ে এ রাজ্যে বসবাসকারী বাঙালিরাও অসহায়। দু’পক্ষের তরফে বাঙালিদের কেটে কেটে ঝুলিয়ে রাখার হুমকি আসছে অবিরত। গুয়াহাটির সংবাদ মাধ্যমের খবর, মণিপুরে বসবাসকারী বাংলাভাষীরা ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার সাথে বেশি ঘনিষ্ঠ। কিছু আছেন পশ্চিমবঙ্গের। তারা সবাই মণিপুরে সব ছেড়ে চলে আসতে চান।