Jan Shatabdi Express: জনশতাব্দী এক্সপ্রেসে আগুন, তীব্র আতঙ্কিত যাত্রীরা

বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস (Jan Shatabdi Express) – এ আগুন। তীব্র আতঙ্কিত যাত্রীরা। হঠাৎ করেই আগুনে জ্বলে উঠল। ঘটনাটি ঘটেছে কটক স্টেশনে। খবর…

বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস (Jan Shatabdi Express) – এ আগুন। তীব্র আতঙ্কিত যাত্রীরা। হঠাৎ করেই আগুনে জ্বলে উঠল। ঘটনাটি ঘটেছে কটক স্টেশনে। খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ট্রেনটি ভুবনেশ্বর থেকে হাওড়া যাওয়ার পথে একটি কোচের নিচে আগুন দেখতে পাওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, কটক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থামার সময় ব্রেক বাইন্ডিংয়ের সমস্যার কারণে আগুন লেগেছে। ট্রেনটি যখন স্টেশনে এসে থামে, তখনই আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল কর্মী এবং আরপিএফ কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। এরপর রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং ফায়ার সেফটি টিম ট্রেনের অবস্থা খতিয়ে দেখার পর ফের হাওড়ার উদ্দেশে রওনা হয় ট্রেন।

Amit Shah: পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, অমিত শাহর দাবিতে সরগরম সীমান্ত

একজন যাত্রী বলেন, “ট্রেনটি সকাল ৬:৩৫-এ কটক স্টেশনে আসে। ট্রেনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলকর্মীরা প্ল্যাটফর্মে ছুটে আসেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সমস্ত যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আগুন পুরোপুরি নেভাতে তাদের প্রায় ৩০ মিনিট সময় লেগেছে।”

একটি বিবৃতিতে, পূর্ব উপকূল রেলওয়ে বলেছে, “ব্রেক-বাইন্ডিংয়ের কারণে , ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস সকাল ৬:৩০ টা থেকে কটক রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়েছিল। ব্রেক ছেড়ে দেওয়ার পরে, ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে কটক থেকে ছেড়েছিল। ব্রেক না খোলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোচের ভিতরে কোনও আগুন নেই।”