Weather: রাতভর বৃষ্টিতে ভিজে শীত ঢুকল বাংলায়

Weather: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। বাংলার ওপরে এর সরাসরি কোনও প্রভাব না পড়লেও বুধবার রাত থেকে বাড়ে বৃষ্টি। চলতে থাকে এদিন সকালেও।…

rain in winter

Weather: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। বাংলার ওপরে এর সরাসরি কোনও প্রভাব না পড়লেও বুধবার রাত থেকে বাড়ে বৃষ্টি। চলতে থাকে এদিন সকালেও। সঙ্গে তাপমাত্রাও নামে কুড়ির নিচে।

আবহাওয়া দফতর জানিয়েছে আকাশ পরিষ্কার হয়ে উত্তর-পশ্চিম বাতাস ঢুকতে শুরু করে একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাবে। এই আবহাওয়া কয়েকদিন চলবে। তবে এই শীতকে এখনই জাঁকিয়ে ঠান্ডা বলা যাবে না। বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে।

আগামী ২৪ ঘন্টা পর থেকে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অন্যদিকে এই একই সময়ে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ২৪ ঘন্টা পর থেকে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অন্যদিকে এই একই সময়ে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও এক-দু-পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৬ শতংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৪ মিমি।