আসানসোলের মানুষের কাছে নাকখত দাও’ শুভেন্দুকে আক্রমণ কুণালের

বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। দিনটি ছিল ১৮ ডিসেন্বর। এই দিনটিকে তাই ‘কালো দিন’ হিসেবে চিহ্নিত করেছে…

kunal-ghosh

বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। দিনটি ছিল ১৮ ডিসেন্বর। এই দিনটিকে তাই ‘কালো দিন’ হিসেবে চিহ্নিত করেছে শাসকদল। রবিবার, ১৮ ডিসেম্বর কাঁথিতে ‘গদ্দারমুক্ত দিবস’ পালন করল তৃণমূল। এদিন কাঁথি থেকেই তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফের আক্রমণ করলেন শুভেন্দুকে।

সম্প্রতি আসানসোলে বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, ”আগে আসানসোলের মানুষের কাছে গিয়ে নাকখত দিয়ে আসো। তারপর তোমার অন্য কথা শোনা হবে। আসানসোলে তোমার জন্য, তোমাদের জন্য যারা মারা গিয়েছে, তাদের জন্য সময় নেই তোমার? অমিত শাহর জুতো চাটার সময় আছে, কলকাতায় মিটিং করার সময় আছে, আর আসানসোলের নিহত-আহত মানুষজনের কাছে যাওয়ার সময় নেই?”

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

Suvendu Adhikari asansol

২০২০ সালের ১৮ ডিসেম্বর শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর এই দিনেই ‘গদ্দারমুক্ত দিবস’ পালিত হল। এর আগে গত ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘বেইমানমুক্ত, গদ্দারমুক্ত’ কাঁথি গড়ার ডাক দিয়েছিলেন। তাঁর নিশানায় যে শুভেন্দু অধিকারী, তা বুঝতে বাকি ছিল না কারও।

পঞ্চায়েত ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড পূর্ব মেদিনীপুর জেলার ১৮৭টি পঞ্চায়েত দখলের নির্দেশ দিয়েছেন।