TMC: তাপস-সুদীপ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন নয়না, তৃণমূলে তুলকালাম 

বঙ্গ রাজনীতিতে হটকেক সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের দ্বন্দ্ব৷ তৃণমূলের দুই দুঁদে রাজনীতিকদের বাকযুদ্ধ রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। প্রতিদিন একে অপরের বিরুদ্ধে মন্তব্য করে বসছেন…

বঙ্গ রাজনীতিতে হটকেক সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের দ্বন্দ্ব৷ তৃণমূলের দুই দুঁদে রাজনীতিকদের বাকযুদ্ধ রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। প্রতিদিন একে অপরের বিরুদ্ধে মন্তব্য করে বসছেন বিধায়ক ও সাংসদ। এবার সেই দ্বন্দ্বে ময়দানে নামলেন সুদীপ জায়া নয়না বন্দ্যোপাধ্যায়। 

নাম না করে নয়না বলেন, একটা আঙুল যদি কারও দিকে তোলো, তাহলে দেখবে বাকি তিনটে আঙুল তোমার দিকেই আছে। তাই আঙুল তুলে কথা বলো না। তাঁর সংযোজন, অনেক সময় দুর্বল লোকেরা অন্যকে বলে থাকেন, তুমি খুব খারাপ। আর তখন সেই দুর্বল ব্যক্তিকেই বাকিরা খারাপ বলেন।

শুরুটা হয়েছে বিজেপির উত্তর কলকাতার সাংগঠনিক সভাপতি পদে তমোঘ্ন ঘোষকে নির্বাচিত করার পরেই। বিজেপির সঙ্গে সুদীপের যোগ নিয়ে তুলোধনা করতে শুরু করেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। এরপরেই তাপস রায়ের উদ্দেশ্যে সুদীপের মন্তব্য, হাতি চলে বাজার… 

পাল্টা সাংসদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, আমিও ৫ বারের বিধায়ক, দশ বারের কাউন্সিলর। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য। এরপরেই সরাসরি সুদীপের বিরুদ্ধে তোপ দেগে তাপসের বক্তব্য আমি কালিমালিপ্ত নই। আমি দুর্নীতিগ্রস্ত নই। আমি হেফাজতে থাকা লোক নই। আমরা দলের ডোবারম্যান, আমরা দলের গ্রে হাউন্ড, গ্রেট ডেন। সতর্ক করি তেড়ে যাই। আমরা সাদা হাতি নই। বিজেপি কাছে গিয়ে ভজনা করি না।

এরপরেই সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকে বলছেন আমি লুকিয়ে লুকিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছি। বিজেপির কোনও ছোট নেতার সঙ্গে আমার লুকিয়ে লুকিয়ে দেখা করার প্রয়োজন নেই। আমি যখন দিল্লিতে যাই, সর্বদলীয় বৈঠকে আমার সামনে নরেন্দ্র মোদী বসেন। আমি তৃণমূলের প্রতিনিধিত্ব করি। 

সুদীপ বনাম তাপসের দ্বন্দ্বের মাঝেই মাঠে নামেন কুণাল ঘোষ। তাতেও কোনও ফায়দা হয়নি। বরং সম্প্রতি ভবানীপুরের বিজয়া সম্মীলনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। সেই নয়না এবার মাঠে নামতেই বাড়ল রাজনৈতিক উত্তাপ।