wriddhiman saha: লড়াইয়ের পরেও সৌরভকে নিয়ে চুপ ঋদ্ধিমান

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)৷ এই মুহুর্তে বিসিসিআইয়ের কোনও পদেই নেই তিনি। সৌরভকে অপসারণের প্রসঙ্গে কোনও মন্তব্য থেকেই…

wriddhiman saha with sourav ganguly

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)৷ এই মুহুর্তে বিসিসিআইয়ের কোনও পদেই নেই তিনি। সৌরভকে অপসারণের প্রসঙ্গে কোনও মন্তব্য থেকেই এড়িয়ে গেলেন ঋদ্ধিমান সাহা (wriddhiman saha )।

ভারতীয় ক্রিকেটে এই মুহুর্তে বিরাট বদল হতে চলেছে। তখন শিলিগুড়িতে বসেই ঘটনার সাক্ষী থাকলেন ঋদ্ধি। শোনা যায়, বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভের ওপরে অভিমানের কারণেই বাংলার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন৷ এমনকি জাতীয় দলে দীর্ঘ সময় ধরে ব্রাত্য থাকার পরেও ক্ষোভ উগরে দিয়েছিলেন৷ কিন্তু এপ্রসঙ্গে যে কোনও মন্তব্যে এড়িয়ে গেলেন ঋদ্ধি।

   

ঋদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমি এখন অনেক অনেক দূরে এইসব থেকে। যা ঘটেছে যা হয়েছে সব তাদের ব্যাপার। আমার এর মধ্যে কিছুই করবার নেই। আমি এখন ত্রিপুরার ক্রিকেটার। তাই আমার কাজই হল ক্রিকেট খেলে যাওয়া। বিতর্ক থেকে আমি দুরেই থাকতে চাই। এখনও দুই থেকে তিন বছর ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন তিনি।

ত্রিপুরাতে অন্য ধরনের পরিবেশ। তাই একটু আলাদা করেই অনুশীলন করছেন শিলিগুড়ির পাপলি। বাংলার জন্য মন খারাপ লাগবে না? প্রশ্নের উত্তরে ঋদ্ধি জানালেন, তা তো হবেই। কিন্তু আমাকে তো খেলে যেতেই হবে। তাই আমি খেলে যেতে চাই জানালেন অভিমানী কিন্তুু আত্মবিশ্বাসী ঋদ্বিমান সাহা।