TET Scam: যোগ্যদের নিয়োগের দাবিতে হাইকোর্টে রেকর্ড সংখ্যক আবেদন চাকরি প্রার্থীদের

যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হোক। প্রাথমিক শিক্ষক মামলায় (TET Scam) এই দাবিতে শুক্রবার কলকাতা হাই কোর্টে আবেদন জমা পড়ল দেড় হাজার। আগামী সপ্তাহেই মামলার শুনানি।…

Job

যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হোক। প্রাথমিক শিক্ষক মামলায় (TET Scam) এই দাবিতে শুক্রবার কলকাতা হাই কোর্টে আবেদন জমা পড়ল দেড় হাজার। আগামী সপ্তাহেই মামলার শুনানি। তবে আগামী দিনে আবেদনের সংখ্যা তিন হাজার পার করতে পারে বলেই মনে করা হচ্ছে।

সালে টেট পাশ করেছেন এমন প্রার্থীরাই এই মামলা করেন। তাদের বক্তব্য, ২০১৬ সালের পর ২০২০ সালেও নিয়োগ প্রক্রিয়া চলে। ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্রেক্ষিতেই চাকরি চেয়ে আদালতে আবেদন জানান হবু শিক্ষকরা৷ আগামী মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে মামলার শুনানি রয়েছে।

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে সারা রাজ্য জুড়ে ব্যাপক দুর্নীতি হয়েছে৷ সেই দুর্নীতির তদন্ত করতে সিবিআই ও ইডি৷ সিবিআইয়ের রিপোর্ট দেখে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবে দ্রুত শিক্ষক পদে নিয়োগের দাবিতেও সরব হয়েছেন বিচারপতি। আগামী ৭ নভেম্বরের মধ্যে বিবেচনা করে ৩,৯২৯ টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন তিনি৷ এরপরেই পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়।

সেই সংখ্যা দেখেই মনে হচ্ছে আগামী দিনে চাকরি প্রার্থীদের আবেদনের সংখ্যা আরও বাড়বে৷ শূন্যপদের চেয়েও বেশী হতে পারে আবেদনের সংখ্যা৷ যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে৷ আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, তার কাছে ইতিমধ্যেই ২৮০০ চাকরি প্রার্থীদের আবেদন এসেছে। ১৪০০ মামলা দায়ের হয়েছে৷ আগামী দিনে এই সংখ্যা বাড়তে পারে বলেও দাবি করছেন তিনি।