Birbhum: কেষ্টহীন দেবী কষ্টে আছেন! ৫৭০ ভরি সোনার গয়না পরা কালীর জৌলুস কমছে

কালীভক্ত কেষ্ট (Amubrata Mondal) এখন গোরুপাচার মামলায় সিবিআইয়ের জালে। সেই কেষ্টর আনুকুল্যে শ্যামাবন্দনা শুরু হয়েছিল দীর্ঘ সময় আগেই৷ কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতেই বেড়েছে জাঁকজমক। এবারে…

কালীভক্ত কেষ্ট (Amubrata Mondal) এখন গোরুপাচার মামলায় সিবিআইয়ের জালে। সেই কেষ্টর আনুকুল্যে শ্যামাবন্দনা শুরু হয়েছিল দীর্ঘ সময় আগেই৷ কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতেই বেড়েছে জাঁকজমক। এবারে বোলপুরের(Birbhum bolpur) এই পুজোতেই অনুপস্থিত অনুব্রত মণ্ডল। দেবী সোনার গয়না পরে আছেন। কিন্তু কেষ্টহীন কালীপুজোয় (Kali Puja) কমেছে জৌলুস। 

১৯৮৮ সাল থেকে শুরু হয়েছিল পুজো। বিগত কয়েক বছরে বেড়েছে ঠাকুরের সম্পত্তির পরিমাণ। ২০১৮ সালে ছিল ১৮০ ভরি৷ পরে তা বেড়ে হয়েছে ৫৭০ ভরি। কেষ্টর শ্যামা বন্দনার বহরে নজর কেড়েছিল গোটা রাজ্যের। তাই এবার কীভাবে পুজো হবে? চিন্তায় কর্মীরা। তবে তৃণমূল সূত্রে খবর, জৌলুস কমলেও পুজো হবেই। সেইমতো শুরু হয়েছে তোরজোড়। 

   

উল্লেখ্য, গোরু পাচার মামলায় গত ১১ অগাস্ট বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই৷ দূর্গাপুজো জেলেই কেটেছে অনুব্রতর৷ আগামী ২৯ তারিখ আদালতে পেশ করা হবে কেষ্টকে। এরই মাঝে ২৪ তারিখ কালীপুজো। তাই এবারের পুজোতে অনুপস্থিত থাকছেন তিনি৷ পুজোর দায়িত্ব তুলে নিয়েছেন কর্মীরাই৷ 

পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে কেষ্ট না থাকা বিরাট বড় ক্ষতি৷ তাই বীরভূমের সংগঠনে বিশেষ জোর দিয়েছে তৃণমূল। বিজয়া সম্মীলনী থেকেই জোরকদমে চলছে প্রচার৷ তবে রাজনৈতিক মহলের ধারণা, কেষ্টহীন বীরভূমে এবার ফায়দা তুলতে পারে বিরোধীরা। কিছুটা হলেও জায়গা ফিরে পেতে পারে বাম-বিজেপি। কারণ, একাধিক তৃণমূলের নেতারা এখন বীরভূম ছাড়া। আবার দুর্নীতিতে নাম জড়ানোর পরে অনেকেই গত কয়েক মাস ধরে রাজনীতি অন্তরালে থাকার সিদ্ধান্ত নিয়েছে৷ যা বিরোধীদের জয়ের পথকে মসৃণ করেছে।