
শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তৃণমূল কংগ্রেসে (TMC) জন্মলগ্ন থেকে তিনি ছিলেন দলের সৈনিক। তাঁকে নিয়ে প্রকাশ্যে দলের সহযোদ্ধারাই সমালোচনামূলক মন্তব্য করছেন। এবার পার্থর জন্য দূর্বলতা দেখালেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)।
মঙ্গলবার খড়দহে প্রশাসনিক সভা চলছিল। সেখানে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী বলেন, কলেজ জীবন থেকে পার্থকে চিনি। ওঁর প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। পার্থকে এভাবে আমি দেখতে চাইনি। শেভনদেব বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল তাঁর হাত ধরে।
খড়দহের বিধায়ক বলেন, রোগা টিকটিক করছে ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা একটা ছেলে আমার বাড়িতে এলো, আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কী? সে বলল পার্থ চট্টোপাধ্যায়। আমি বললাম, পারবে করতে? ও তখন রাজি হল। সেদিন আমি পার্থর মুখে দেখেছিলাম, সে সাহসটা ওর ছিল। পরে ডিএসওর থেকে আশুতোষ কলেজের ইউনিয়ন ছিনিয়ে নেওয়া হয় পার্থর নেতৃত্বে ।
পার্থর প্রতি তাঁর দুর্বলতার কথা উল্লেখ করে তিনি বলেন, পার্থর গায়ে কেউ যাতে না হাত দিতে পারে সেজন্য কলেজের বাইরে দাঁড়িয়ে থাকতাম। তবে দলের সিদ্ধান্তকেই শিরোধার্য করে আগামী দিনে নিজের কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। তবে পার্থ চট্টোপাধ্যায়কে এভাবে দেখতে পেয়ে নিজে ব্যক্তিগতভাবে দুঃখ পেয়েছেন মন্ত্রী।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। এই মুহুর্তে জেল হেফাজতে রয়েছেন তিনি। তাঁকে নিয়ে অনেকেই বলছেন তিনি দলের জন্য ক্যান্সার। আবার অনেকের কথায় পার্থকে যা পারো বলো আমাদেরকে নিয়ে কিছু বলো না। এর মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে।










