Bollywood: বয়কটের মধ্যে একাধিক ছবি ব্যর্থ, আসন্ন ছবিগুলির ওপর নির্ভর বলিউডের ভবিষ্যত

সময়টা বলিউডের (Bollywood) একদমই ভালো যাচ্ছে না। বহুদিন ধরে একের পর এক ছবি মুক্তি তো পাচ্ছে কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। আমির খান,অক্ষয় কুমারের…

সময়টা বলিউডের (Bollywood) একদমই ভালো যাচ্ছে না। বহুদিন ধরে একের পর এক ছবি মুক্তি তো পাচ্ছে কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। আমির খান,অক্ষয় কুমারের মতো বড় বড় অভিনেতাদের অভিনীত ছবিও সিনেমা হলে ব্যর্থ হচ্ছে। তার মধ্যে আবার চলছে বলিউড বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ হ্যাশট্যাগ “বয়কট বলিউড” দিয়ে পোস্ট করছেন।

গত কয়েক মাসে বলিউডের আয়ের সংখ্যা যদি দেখা যায় তাহলে তা খুবই কম। জুলাই মাসে বলিউডে মুক্তি প্রাপ্ত ছবিগুলি মধ্যে রয়েছে‘এক ভিলেন রিটার্নস’, ‘রকেট্রি’, ‘শামশেরা’, ‘শাবাস মিঠু’। জুলাই মাসে এই ছবিগুলি থেকে বলিউডের আয় ছিল ২৭০ কোটি টাকা। তারপরে বলিউড বিশেষজ্ঞরা মনে করেছিল যে পরের মাসে সেই আয় কিছুটা বাড়বে। পরের মাসে বলিউডে মুক্তি পেয়েছিল আমির খানের “লাল সিং চাড্ডা” অক্ষয় কুমারের “রক্ষা বন্ধন” এবং দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকন্ডারের “লাইগার”। কিন্তু এই ছবিগুলোতে বলিউডের হাল আরো খারাপ। জুলাই মাসের থেকে আগস্ট মাসের আয় প্রায় ৫০ শতাংশ কমে গেছে। আগস্ট মাসে বলিউডের আয় ছিল ১৪২ কোটি টাকা।

তারপর থেকেই বলিউড বিশেষজ্ঞসহ বলিউডের পরিচালক, প্রযোজক এবং অভিনেতারা দুশ্চিন্তা গ্রস্থ হয়ে পড়েছে। চলতি মাসের যে কটি ছবি মুক্তি পেতে চলেছে সেগুলি যদি সফলভাবে ব্যবসা না করতে পারে তাহলে বলিউডের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পরবে। সেপ্টেম্বর মাসে বলিউডে মুক্তি পেতে চলেছে যে ছবিগুলি সেগুলি হল রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ , আর মাধবনের ‘ধোকা রাউন্ড ডি কর্নার’ , ঋত্বিক রোশন, সইফ আলি খানের ‘বিক্রম বেধা’- একাধিক বহু প্রতীক্ষিত সিনেমা। এগুলির মধ্যে প্রায় প্রতিটি বিগ বাজেট ছবি হিসাবে ধরা যেতে পারে। বলা যেতে পারে এই ছবিগুলোর দিকেই তাকিয়ে রয়েছে বলিউড। এই ছবিগুলো যদি আগের দুই মাসে মুক্তি পাওয়া ছবিগুলোর মত হাল হয় তাহলে বলিউড প্রায় শেষের পথে।