এটিকে মোহনবাগান নয়, মুম্বই সিটি এফসি’তেই যাচ্ছেন এই তারকা ফুটবলার

Star footballer Vinit Rai

একাধিক বার ভিনিথ রাইয়ের (Vinit Rai) নাম জড়িয়েছিল এটিকে মোহনবাগানের সাথে। কিন্তু শেষ অবধি তার গন্তব্য স্থান হতে চলেছে অন‍্য কোথাও, ওড়িশা এফসি‘র সাথে তার ট্রান্সফার ফি সংক্রান্ত কথাবার্তা খুব একটা ইতিবাচক হয়নি, এরফলে শেষ অবধি আর সবুজ মেরুন শিবির আসা হচ্ছে না এই ভারতীয় মিডফিল্ডারের। তবে মুম্বই সিটি এফসি’র তরফে তাকে যা প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব খুব লোভনীয়‌। তাই ভিনিথ ঝুকবেন মুম্বইয়ের পথে,এমনটাই মনে করা হচ্ছে।

Advertisements

এদিকে, গতবারের আইএসএল জয়ী হায়দ্রাবাদ এফসি’র আশীষ রাই‘কে ইতিমধ্যে চমক দিয়েছে এটিকে মোহনবাগান।নিজামের শহ‍রের ফুটবল ক্লাবের হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছিলেন তিনি।এই পাহাড়ি ফুটবলার’কে দলে নিয়ে দলের রক্ষণ ভাগ’কে আরও শক্তিশালী করেছিল সবুজ মেরুন শিবির।কিন্তু এখানেই থামতে চাইছেনা মেরিনার্স’রা।শোনা যাচ্ছে হায়দ্রাবাদের আরও এক ফুটবলার রয়েছে তাদের র‍্যাডারে।হায়দ্রাবাদ এফসি’র লেফট ব‍্যাক আকাশ মিশ্র’কে দলে নিতে চাইছেন এটিকেম্বি শিবির।

Advertisements

বছর কুড়ির এই লেফট ব‍্যাক ২০২১-২২ মরশুমে হায়দ্রাবাদ এফসি‘র হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে।মোট ২৩ টি ম‍্যাচ খেলেছিলেন মিশ্র।আছে ৬২ টি ক্লিয়ারেন্স এবং ৫২টি ইন্টারসেপশন।প্রতি ম‍্যাচে পাসিংয়ের গড় ৩৬ ।ইন্ডিয়ান অ্যারোজের হয়ে নজরকাড়া ফুটবল খেলে হায়দ্রাবাদ এফসি’তে সুযোগ করে নিয়েছিলেন মিশ্র।এরপর আর ফিরে দেখতে হয়নি তাকে।পরবর্তী সময়ে আদায় করে নিয়েছেন জাতীয় দলে খেলার সুযোগ।আশীষের পর এবার আকাশ’কে দলে নিতে পারে কিনা ফেরান্দোর দল,এখন সেটাই দেখার বিষয়।তবে তিনি এলে আরও শক্তিশালী হবে সবুজ মেরুন শিবিরের রক্ষন ভাগ,সেকথা বলাই বাহুল্য।