আতঙ্ক বাড়িয়ে গুরুত্বপূর্ণ দুই শহরে হু হু করে বাড়ছে কোভিড আক্রান্ত

আবার দেশজুড়ে দাপিয়ে বেড়াতে শুরু করেছে কোভিডের সংক্রমণ। চিন্তা ধরাচ্ছে দিল্লি (Delhi) ও মুম্বইয়ের (Mumbai) মতো অন্যতম গুরুত্বপূর্ণ দুটি শহর। জানা গিয়েছে, মুম্বইয়ে গত ২৪…

আবার দেশজুড়ে দাপিয়ে বেড়াতে শুরু করেছে কোভিডের সংক্রমণ। চিন্তা ধরাচ্ছে দিল্লি (Delhi) ও মুম্বইয়ের (Mumbai) মতো অন্যতম গুরুত্বপূর্ণ দুটি শহর।

জানা গিয়েছে, মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,০৮৭ জন আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আর মারা গেছেন ১ জন রোগী। মোট আক্রান্ত রোগীদের (২,০৮৭) মধ্যে ৯৫ শতাংশ অর্থাৎ ১,৯৯২ জন রোগীর শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি।

   

একই সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মুম্বই শহরে মোট ২৪ হাজার ৮২৫টি বেড পাওয়া যাচ্ছে। যার মধ্যে ৬৫২টি শয্যা বর্তমানে চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এদিন বিএমসির তরফে মোট ১৫,০২৬ জনের পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মুম্বইয়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ। মহারাষ্ট্রে ৪,০০৪ নতুন কোভিড আক্রান্তের সংখ্যা মিলেছে।

এক রিপোর্ট অনুযায়ী, গত সাত দিনে ১৬ জন রোগী মারা গেছেন। শনিবার এখানে ৩ হাজার ৮৮৩ জন রোগী পাওয়া গেছে, মারা গেছেন ২ জন রোগী। রাজধানীতে নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৩০ জন

দিল্লিতেও করোনার প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে। এখানে টানা পঞ্চম দিনের মতো এক হাজারের বেশি কোভিডে আক্রান্তের হদিশ মিলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩০ জন, আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে দিল্লিতে পজিটিভিটি রেট ৮.৪১%। ১৮ জুন শনিবার এখানে ১ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় এবং ৩ জন রোগীর মৃত্যু হয়। এর আগে শুক্রবার জাতীয় রাজধানীতে ১ হাজার ৭৯৭ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। শনিবার টানা চতুর্থ দিন যখন দিল্লিতে একদিনে ১,৩০০-র বেশি কেস রেকর্ড করা হয়েছে।