ATK Mohun Bagan: ওড়িশা এফসির টিম গেম চ্যালেঞ্জ হুয়ান ফেরান্দোর কাছে

আগামী বৃ্হস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি তিলক ময়দানে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ ওড়িশা এফসি। তার আগে গত সোমবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসির…

Juan Ferrando

আগামী বৃ্হস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি তিলক ময়দানে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ ওড়িশা এফসি। তার আগে গত সোমবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসির কাছে ১-২ গোলে হেরে গিয়েছে। এই খেলার শেষে ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের হেডকোচ কিনো গার্সিয়ার প্রতিক্রিয়া, তার দল সোমবার ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির কাছে হার দুর্ভাগ্যজনক, কারণ এই পরাজয়ের ফলে তাদের সেমিফাইনালে পৌঁছানোর আশা শেষ হয়ে গিয়েছে। কিন্তু মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের হাল্কাভাবে নিতে নারাজ।

ওড়িশা দলে ব্রাজিলিয়ন ফরোয়ার্ড জোনাথাস ডি জিসুসের মতো খেলোয়াড় রয়েছে। ২০০৮ সালে,সেন্ডাই কাপে ব্রাজিলের অনূর্ধ্ব -১৯ দলের খেলোয়াড় জোনাথাস মেরিনার্সদের বিপক্ষে কতটা চ্যালেঞ্জিং তা নিয়ে কৌতুহল ভারতীয় ফুটবল মহলে, বৃ্হস্পতিবারের ম্যাচের আগে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বুধবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো ওড়িশা এফসি দল নিয়ে নিজের ফুটবল দর্শন ব্যাখা প্রসঙ্গে জানান,”আমি শুধু তিন পয়েন্ট পাওয়ার কথা ভাবছি।” এরই সঙ্গে হুয়ান ফেরান্দো ওড়িশা দল প্রসঙ্গে আরও বলেন,”আমাদের নীতি হল প্রতিপক্ষের সবাইকে নিয়ে ভাবো। একজন খেলোয়াড়ের ওপর বেশি মনোনিবেশ করা মানে অযথা শক্তির অপচয়। ওদের দলটা ভাল। ভাল বিদেশি রয়েছে ওদের দলে। জেরির মতো স্থানীয় ফুটবলার রয়েছে। ওদের পুরো দল নিয়েই ভাবতে হবে।”

বেঙ্গালুরু এফসির কাছে ১-২ গোলে হেরে যাওয়ার পর ওড়িশা এফসি দলের হেডকোচ কিনো গার্সিয়ার জবাব ছিল,”আমরা মেজাজ ঠিক রাখার চেষ্টা করছি এবং ATK মোহনবাগান হারিয়ে যতটা সম্ভব পয়েন্ট অর্জন করাই আমাদের লক্ষ্য।” কিনো গার্সিয়া এও বলেন,” দিনের শেষে এটা একটা খেলা, কখনও কখনও আপনি হারেন, কখনও আপনি জিতেন এবং আপনাকে আপনার সেরা চেষ্টা করতে হবে। আজ আমরা ভাগ্যবান ছিলাম না কিন্তু পরের ম্যাচে হয়তো আমরা ভাগ্যবান হব।” সব মিলিয়ে স্পষ্ট যে বেঙ্গালুরু এফসির কাছে হেরে গিয়ে ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের কাছে “সেমিফাইনালের দরজা কি বন্ধ?এই প্রশ্নই উকি দিচ্ছে দলের অন্দরমহল এবং দেশের ফুটবল আঙিনায়।

এই পজিশনে দাঁড়িয়ে কিনো গার্সিয়া পরিষ্কার করে দিয়েছেন যে,ATK মোহনবাগানের বিপক্ষে দল জয়ের জন্য ঝাঁপাবে। আর মেরিনার্সদের বস বুধবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে দলের ভিশন পরিষ্কার করে দিয়েছেন যে, দল নিয়েই ভাবতে হবে এবং তিন পয়েন্ট হল এখন ‘পাখির চোখ’ ATK মোহনবাগানের কাছে।